French Open 2022: গফকে উড়িয়ে দ্বিতীয় বার ফরাসি ওপেন খেতাব জিতলেন ইগা স্বোয়াতেক

Iga Swiatek: দ্বিতীয় বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক।

French Open 2022: গফকে উড়িয়ে দ্বিতীয় বার ফরাসি ওপেন খেতাব জিতলেন ইগা স্বোয়াতেক
French Open 2022: গফকে উড়িয়ে দ্বিতীয় বার ফরাসি ওপেন খেতাব জিতলেন ইগা স্বোয়াতেকImage Credit source: Roland Garros Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 9:01 PM

প্যারিস: ফরাসি ওপেনের (French Open) ফাইনালে মেয়েদের সিঙ্গলসে ইগা স্বোয়াতেকের (Iga Swiatek) দাপট। মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশী টেনিস তারকা কোকো গফকে (Coco Gauff) ৬-১, ৬-৩ ব্যবধানে হারিয়ে এ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক। বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা রোলা গাঁরো-তে ফাইনালে কার্যত দাঁড়াতেই দেননি কোকোতে। ২১ বছরের ইগা স্ট্রেট সেটে গফকে হারিয়ে দ্বিতীয় বার ফরাসি ওপেনের ট্রফির স্বাদ পেলেন। ২০২০ সালে এর আগে ইগা প্রথম বার ফরাসি ওপেনে জিতেছিলেন। এই নিয়ে টানা ৩৫ টি ম্যাচে জিতলেন ইগা।

চলতি বছরে এই নিয়ে টানা ছয়টি খেতাব ঝুলিতে ভরলেন ইগা। ফাইনালে ক্লে কোর্টে ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে ইগার দাপট ছিল দেখার মতো। কোকোর একের পর এক ভুলের ফায়দা তুলতে থাকেন ইগা। উইনারের ঝড় উঠতে থাকে ইগার ব়্যাকেটে। পুরো ম্যাচ জুড়ে ২৩টি আনফোর্সড ইরর ও তিনটি ডাবল ফল্ট করেন কোকো। প্রথম সেটের তিরিশ মিনেটের মধ্যেই সাতখানা এরর করেন গফ। প্রথম সেটে মাত্র একটি গেম জেতেন কোকো। ৬-১ ব্যবধানে ইগা প্রথম সেট নিজের নামে করেন।

দ্বিতীয় সেটের শুরুতে ইগার সার্ভিস ভেঙে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন কোকো। কিন্তু পরপর দুটো গেম হারার পরও ইগা থেমে থাকেননি। পোলিশ তারকার দুরন্ত গতি, সার্ভিস, কোর্টের মধ্যে তাঁর অবাক করা ফর্মে কার্যত মাথানত করতে হল গফকে। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যাবধানে জিতে শেষ হাসি ফোটে ইগার মুখে।

ফরাসি ওপেনের সেমিফাইনালে দারিয়া কাসাতকিনাকে হারিয়ে টানা ৩৪টি ম্যাচ জয়ের নিরিখে ইগা এর আগে ছুঁয়েছিলেন সেরেনা উইলিয়ামসকে। ২০০০ সাল থেকে টানা ৩৫ ম্যাচ জয়ের নজির এতদিন ছিল ভেনাস উইলিয়ামসের। এ বার সেই রেকর্ডে ভাগ বসালেন ইগা।