Lakshya Sen: আত্মবিশ্বাসী লক্ষ্য সেন নিজের ভবিষ্যৎ নিয়ে কী বললেন?
লক্ষ্য গত ছয় মাসে ব্যাপক উন্নতি করেছেন। নিজের খেলা, টেকনিকে উন্নতি করার পাশাপাশি প্রতিপক্ষকে কীভাবে মাত দিতে হয়, সেটাও রপ্ত করে চলেছেন লক্ষ্য। টানা ধারাবাহিক পারফরম্যান্সের ফলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে (World Ranking) প্রথম দশে ঢুকে পড়েছেন লক্ষ্য সেন।
বেঙ্গালুরু: আপাতত একটা ছোট্ট বিরতি নিয়েই আবার কোর্টে ফিরতে চলেছেন ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Open) বিশ্বের এক নম্বর প্লেয়ার ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে রানার্স হয়েই দেশে ফিরেছেন ২০ বছরের লক্ষ্য সেন। তবে লক্ষ্য গত ছয় মাসে ব্যাপক উন্নতি করেছেন। নিজের খেলা, টেকনিকে উন্নতি করার পাশাপাশি প্রতিপক্ষকে কীভাবে মাত দিতে হয়, সেটাও রপ্ত করে চলেছেন লক্ষ্য। টানা ধারাবাহিক পারফরম্যান্সের ফলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে (World Ranking) প্রথম দশে ঢুকে পড়েছেন লক্ষ্য সেন। এবং নিজের সাফল্যের জন্য তিনি তাঁর মা-বাবা ও কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতেও তিনি এই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন।
অল ইংল্যান্ড ওপেন থেকে দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে লক্ষ্য বলেন, “আমি মনে করি গত দুই সপ্তাহে আমি যে ম্যাচগুলো খেলেছি এবং আমি গিনটিং অ্যান্টনি, লি জি জিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি এবং ভিক্টরকে প্রথম বার হারিয়েছি এবং এই দুটো টুর্নামেন্ট থেকে আমি এগুলোই নিয়ে এগোতে পারি। অল ইংল্যান্ড ওপেনে খেললে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায় এবং নিজের প্রতি এই বিশ্বাসটা ধরে রেখেই আমি আশা করি এই ফর্মটাও ধরে রাখতে পারব এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতেও সেরাটা দিতে পারব।”
করোনার কারণে ব্যাডমিন্টনে নিজের ফর্ম ধরে রাখার জন্য লক্ষ্য অন্যান্য খেলাতেও অংশ নিয়েছিলেন। তিনি বলেন, “আমার মনে হয় গত দুই বছরে আমি অনেকটা উন্নতি করেছি। মহামারির কারণে আমরা অনেকটা সময় পেয়েছিলাম, আমার মনে হয়, আমি যেটাকে বেশ কাজে লাগিয়েছি। আমার সেই অর্থে করার কিছু ছিল না বলে, আমি কোর্টের বাইরে ট্রেনিং নিতাম। নিজের ট্রেনিং চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য খেলাধূলাও শুরু করেছিলাম। আর তারপর আমি পরপর বেশ কয়েকটা টুর্নামেন্টে খেলেছিলাম। সেই সকল ম্যাচগুলো আর বড় ব়্যালিগুলো আমাকে খেলায় আরও উন্নতি করতে সাহায্য করেছে।”
একের পর এক টুর্নামেন্টে দুরন্ত ফর্মের সুবাদে ২০ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য এ বার বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৯ পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে তাঁর পয়েন্ট ৭৪,৭৮৬। সিঙ্গাপুরের বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউকে টপকে গেলেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে যখন নেমেছিলেন, তখন লক্ষ্যর ব়্যাঙ্কিং ছিল ১২। নতুন ক্রমপর্যায় ধরলে তিন ধাপ উপরে উঠলেন তিনি। প্রথম দশে ভারতের আর কোনও শাটলার নেই। ১২ নম্বরে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। লক্ষ্যর উত্থান নিশ্চিত ভাবেই চমকে দেওয়ার মতোই।
আরও পড়ুন: IPL 2022: ইয়েলোব্রিগেডে মাহির উত্তরসূরি হতে পারেন কে, জানালেন সুরেশ রায়না
আরও পড়ুন: Rafael Nadal: পাঁজরের চোটের কারণে কতদিন কোর্টের বাইরে থাকবেন নাদাল?