মুয়েলহেইম অ্যান ডের রুহ: জার্মান ওপেনের (German Open) শুরুটা ভালোই করলেন ভারতীয় তারকা শাটলাররা। দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) সহজেই পৌঁছে গেলেন জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডে। তাঁর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) ও ব্রোঞ্জ পাওয়া লক্ষ্য সেনও (Lakshya Sen) পৌঁছে গিয়েছেন জার্মান ওপেন সুপার ৩০০ -এর দ্বিতীয় রাউন্ডে। তবে শুধু সিন্ধু-শ্রীকান্ত-লক্ষ্যই নন, লন্ডন অলিম্পিকে পদকজয়ী সাইনা নেহওয়ালও (Saina Nehwal) এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তবে সিন্ধুর লড়াইটা যতটা সহজ ছিল ততটা সহজ লড়াই ছিল না সাইনার জন্য।
টুর্নামেন্টের সপ্তম বাছাই সিন্ধু নেমেছিলেন তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের বিরুদ্ধে। ম্যাচের ফল ২১-৮, ২১-৭ সিন্ধুর পক্ষে। বুসাননের বিরুদ্ধে এই নিয়ে ১৫ বার জিতলেন সিন্ধু। অন্যদিকে গত কয়েকমাস ধরে চোট আঘাতের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সাইনা তিন গেমের লড়াইয়ে স্পেনের ক্লারা আজুরমেন্ডিকে (Clara Azurmendi) হারান। সাইনা-ক্লারার দ্বৈরথের ফল ২১-১৫, ১৭-২১, ২১-১৪। পরের রাউন্ডে সাইনা নামবেন টুর্নামেন্টের অষ্টম বাছাই রাতচানক ইন্তাননের (Ratchanok Intanon) বিরুদ্ধে।
বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া শ্রীকান্ত বিশ্বের ৩৯ নম্বর শাটলার ফ্রান্সের ব্রাইস লেভেরেজের (Brice Leverdez) বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে নেমেছিলেন। অষ্টম বাছাই শ্রীকান্ত ৪৮ মিনিটের লড়াইয়ে জেতেন ২১-১০, ১৩-২১, ২১-১৭ ফলে। ব্রাইসকে এই নিয়ে চারবার হারালেন শ্রীকান্ত। পুরুষ বিভাগে শ্রীকান্তের পাশাপাশি লক্ষ্য হারিয়েছেন তাইল্যান্ডের কান্টাফন ওয়াংচারোয়েনকে (Kantaphon Wangcharoen)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া লক্ষ্য কান্টাফনের বিরুদ্ধে জিতেছেন ২১-৬, ২২-২০।
জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হবেন চিনের লু গুয়াং জুর (Lu Guang Zu)। অন্যদিকে লক্ষ্যর প্রতিপক্ষ টুর্নামেন্টের চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা গিনটিং (Anthony Sinisuka Ginting)। এবং টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধুর প্রতিপক্ষ চিনের ঝ্যাং ই মান (Zhang Yi Man)।
আরও পড়ুন: Shane Warne: ওয়ার্নের বডি ফেরানোর ব্য়বস্থা করল অস্ট্রেলিয়া সরকার
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: যুদ্ধের জন্য ফুটবলার ও কোচেদের বিশেষ ছাড় ফিফার
আরও পড়ুন: Champions League: লেওয়ানডস্কির হ্যাটট্রিক, সালজবুর্গকে ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ