Champions League: লেওয়ানডস্কির হ্যাটট্রিক, সালজবুর্গকে ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজবুর্গকে ৭-১ গোলে হারাল জার্মানির বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে মাত্র ২৩ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রবার্ট লেওয়ানডস্কি। জোড়া গোল করেছেন থমাস মুলার। পাশাপাশি বায়ার্নের হয়ে একটি করে গোল রয়েছে সের্গে জিনাব্রি ও লেরয় সানের। ম্যাচের ৭০ মিনিটের মাথায় বায়ার্নের গোলবন্যার মধ্যেও একটি গোল করেন আরবি সালজবুর্গের মাউরিতিস কাজায়েরগার্দ (Maurits Kjaergaard)।

| Edited By: | Updated on: Mar 09, 2022 | 1:01 PM
সালজবুর্গদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

সালজবুর্গদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

1 / 5
ম্যাচ শুরুর ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। তাঁর বাকি দুটি গোল এসেছে ২১ মিনিটে পেনাল্টি থেকে এবং ২৩ মিনিটে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

ম্যাচ শুরুর ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। তাঁর বাকি দুটি গোল এসেছে ২১ মিনিটে পেনাল্টি থেকে এবং ২৩ মিনিটে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

2 / 5
 ৩১ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন সের্গে জিনাব্রি (Serge Gnabry)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

৩১ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন সের্গে জিনাব্রি (Serge Gnabry)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

3 / 5
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে লেরয় সানের পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান থমাস মুলার (Thomas Muller)। ৮৩ মিনিটের মাথায় ফের সানে-মুলার যুগলবন্দিতে গোল আসে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে লেরয় সানের পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান থমাস মুলার (Thomas Muller)। ৮৩ মিনিটের মাথায় ফের সানে-মুলার যুগলবন্দিতে গোল আসে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

4 / 5
৮৫ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে সপ্তম গোলটি করেন লেরয় সানে (Leroy Sane)। তাঁকে অ্যাসিস্ট করেন লেওয়ানডস্কি। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

৮৫ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে সপ্তম গোলটি করেন লেরয় সানে (Leroy Sane)। তাঁকে অ্যাসিস্ট করেন লেওয়ানডস্কি। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

5 / 5
Follow Us: