Champions League: লেওয়ানডস্কির হ্যাটট্রিক, সালজবুর্গকে ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজবুর্গকে ৭-১ গোলে হারাল জার্মানির বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে মাত্র ২৩ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রবার্ট লেওয়ানডস্কি। জোড়া গোল করেছেন থমাস মুলার। পাশাপাশি বায়ার্নের হয়ে একটি করে গোল রয়েছে সের্গে জিনাব্রি ও লেরয় সানের। ম্যাচের ৭০ মিনিটের মাথায় বায়ার্নের গোলবন্যার মধ্যেও একটি গোল করেন আরবি সালজবুর্গের মাউরিতিস কাজায়েরগার্দ (Maurits Kjaergaard)।
Most Read Stories