World Athletics U20 Championships: ব্রোঞ্জ পেল ভারতের মিক্সড রিলে দল

চলতি বছরের অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের (India) প্রথম পদক।

World Athletics U20 Championships: ব্রোঞ্জ পেল ভারতের মিক্সড রিলে দল
World Athletics U20 Championships: ব্রোঞ্জ পেল ভারতের মিক্সড রিলে দল (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 8:45 PM

নাইরোবিতে (Nairobi) হওয়া চলতি অনুর্ধ্ব-২০ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics U20 Championships) ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ভারতীয় মিক্সড রিলে দল (Mixed Relay Team)। তাঁরা দৌড় শেষ করতে সময় নিয়েছে ৩ মিনিট ২০.৬০ সেকেন্ড। হিমা দাস (Hima Das) এই মঞ্চ থেকেই ৩ বছর আগে দেশকে সোনা এনে দিয়েছিলেন।

চলতি বছরের অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের (India) প্রথম পদক।

ব্রোঞ্জ (Bronze) অর্জনকারী ভারতের মিক্সড রিলে দলে রয়েছেন ভরত শ্রীধর, প্রিয়া মোহন, সামি ও কপিল। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটা ভারতের পঞ্চম পদক। ২০১৮ সালে হিমা দাস এই ইভেন্টেই সোনা (Gold) জিতেছিলেন।