Japan Open 2023: জাপান ওপেনের সেমিফাইনালে লক্ষ্য, বিদায় ‘সা-চি’ জুটির

টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এ বার অলিম্পিক চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই জুটির কাছে আটকে গেলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা সাত্বিক-চিরাগ। দুরন্ত ছন্দে থাকা সাত্বিক-চিরাগদের জাপান ওপেন (Japan Open 2023) সফর শেষ হল।

Japan Open 2023: জাপান ওপেনের সেমিফাইনালে লক্ষ্য, বিদায় 'সা-চি' জুটির
Japan Open 2023: জাপান ওপেনের সেমিফাইনালে লক্ষ্য, বিদায় 'সা-চি' জুটির
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 1:16 PM

টোকিও: টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এ বার অলিম্পিক চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই জুটির কাছে আটকে গেলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা সাত্বিক-চিরাগ। দুরন্ত ছন্দে থাকা সাত্বিক-চিরাগদের জাপান ওপেন (Japan Open 2023) সফর শেষ হল। অন্যদিকে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের তরুণ ব্যাডমিন্টন প্লেয়ার লক্ষ্য সেন (Lakshya Sen)। এই নিয়ে লক্ষ্য BWF ওয়ার্ল্ড টুরের টানা তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

১২ ম্যাচ অপরাজিত ‘সা-চি’ জুটির বিদায়

টোকিওয় চলা জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপে জুটির বিরুদ্ধে নেমেছিলেন সাত্বিক-চিরাগ। অলিম্পিক চ্যাম্পিয়ন লি ইয়াং এবং ওয়াং চি-লিনের বিরুদ্ধে ১ ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই হয় চিরাগদের। প্রথম গেমে চাইনিজ তাইপে জুটির কাছে ২১-১৫ ব্যবধানে হারেন ভারতীয় তারকা শাটলার জুটি। এরপর দ্বিতীয় গেমে লড়াই হয় কাঁটায় কাঁটায়। এবং দ্বিতীয় গেম ২৫-২৩ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন সাত্বিক-চিরাগ। এরপর নির্ণায়ক গেমেও লড়েন সাত্বিকরা। কিন্তু শেষ অবধি ২১-১৬ ব্যবধানে তৃতীয় গেম জিতে সেমিফাইনালের টিকিট পায় চাইনিজ তাইপে জুটি। আর জাপান ওপেন যাত্রা শেষ হয় সাত্বিকদের।

জাপান ওপেনে ভারতের আশার আলো লক্ষ্য সেন

জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের সামনে ছিলেন জাপানি ব্যাডমিন্টন প্লেয়ার কোকি ওয়াতানাবে। ২০২১ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পাওয়া লক্ষ্য সেন জাপানি শাটলারের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন। ব়্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে লক্ষ্য আর ৩৩ নম্বরে ওয়াতানাবে। জাপানি শাটলার ওয়াতানাবে যেমন ব়্যাঙ্কিংয়ে লক্ষ্যর থেকে পিছিয়ে, তেমনই কোর্টেও তিনিই পিছিয়ে ছিলেন। যার ফলে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন আলমোরার ছেলে লক্ষ্য সেন।