India Open 2022: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে ফাইনালে লক্ষ্য

কানাডার ব্রায়ান ইয়াং কোভিড পজিটিভ হওয়ায় সেমিফাইনালে ওয়াকওভার পান সিঙ্গাপুরের লো। শেষ চারের ম্যাচ না খেলেই ফাইনালে লক্ষ্যর প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ফাইনালে ওঠার পর লক্ষ্য বলেন, 'প্রথম গেমে আমি অল্পের জন্য জয় হাতছাড়া করি। বেশ কয়েকটা ভুল করি। তারই মূল্য দিতে হয় আমাকে। তবে দ্বিতীয় আর তৃতীয় গেমের সময় মাথা ঠাণ্ডা রাখি। তাতেই ফাইনালে ওঠার ছাড়পত্র পেয়ে যাই।'

India Open 2022: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে ফাইনালে লক্ষ্য
লক্ষ্য সেন। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2022 | 6:38 PM

নয়াদিল্লি: ইন্ডিয়া ওপেনের (India Open) ফাইনালে লক্ষ্য সেন (Lakshya Sen)। পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলে ভারতীয় শাটলার। সোনা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে লক্ষ্য। বিশ্বের ৬০ নম্বর শাটলার (Shuttler) মালয়েশিয়ার এনজি ইয়ংকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্টন (Badminton) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতেরই কিদাম্বি শ্রীকান্তের কাছে হেরে তাঁর দৌড় থেমে যায়। কিন্তু ইন্ডিয়া ওপেনে সোনাতেই থামতে চান ভারতীয় শাটলার। ২০ বছরের লক্ষ্য প্রথম গেমে ১৯-২১ হেরে যায়। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় গেমে দারুণ ভাবে ফিরে আসেন। দ্বিতীয় গেম জেতেন ২১-১৬ ব্যবধানে। তৃতীয় গেমে মালয়েশিয়ার প্রতিপক্ষকে ২১-১২ উড়িয়ে দেন ভারতীয় শাটলার। ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে খেলবেন লক্ষ্য। বিশ্বের প্রাক্তন এক নম্বরের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারতীয় শাটলার।

কানাডার ব্রায়ান ইয়াং কোভিড পজিটিভ হওয়ায় সেমিফাইনালে ওয়াকওভার পান সিঙ্গাপুরের লো। শেষ চারের ম্যাচ না খেলেই ফাইনালে লক্ষ্যর প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ফাইনালে ওঠার পর লক্ষ্য বলেন, ‘প্রথম গেমে আমি অল্পের জন্য জয় হাতছাড়া করি। বেশ কয়েকটা ভুল করি। তারই মূল্য দিতে হয় আমাকে। তবে দ্বিতীয় আর তৃতীয় গেমের সময় মাথা ঠাণ্ডা রাখি। তাতেই ফাইনালে ওঠার ছাড়পত্র পেয়ে যাই।’

লো কিন ইউয়ের সঙ্গে কয়েকদিন আগে দুবাইতে অনুশীলন করেন লক্ষ্য। লক্ষ্য আর লো দু’জনেই খুব ভালো বন্ধু। ফাইনালে নামার আগে ভারতীয় শাটলার বলেন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে আমরা দু’জনেই ভালো খেলছি। আগামিকাল একটা উপভোগ্য ম্যাচ হবে। ফাইনালে মাঠে নামতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন: India Open: ফের করোনার থাবা, নাম প্রত্যাহার ২ শাটলারের