Australian Open: পেটে ব্যথা নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল, শেষ চারে বার্টিও
Nadal: দুটো সেট জেতার পর পেটে যন্ত্রণা শুরু হয়েছিল নাদালের। তা সত্ত্বেও কিন্তু কোর্ট ছেড়ে চলে যাননি। নাদাল বলছেন, 'পেটে ব্যথা হচ্ছিল। সমস্যাও হচ্ছিল। পেটে সমস্যা হলেও অন্য জটিলতা ছিল না। ডাক্তাররা পরীক্ষা করার আমাকে খেলার অনুমতি দিয়েছিলেন। তবে ওষুধ নিয়ে ফিরতে হয়েছিল কোর্টে। সব কিছুর পর একটাই তৃপ্তি, প্রিয় মেলবোর্ন পার্কে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।'
মেলবোর্ন: টেনিসে কি আবার ফিরতে চলেছে রাফা-রাজ? মেলবোর্ন পার্কে যে ভাবে দাপিয়ে বেড়াচ্ছেন নাদাল (Rafael Nadal), তাতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম তিনি চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ২০টা গ্র্যান্ড স্লামের মালিক কানাডার ডেনিস শাপোভালোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে উঠলেন। রজার ফেডেরার (Roger Federer), নোভাক জকোভিচও (Novak Djokovic) তাঁরই মতো সমান সংখ্যক গ্র্যান্ড স্লাম জিতেছেন। নাদাল যদি ফাইনালে উঠতে পারেন এবং চ্যাম্পিয়ন হতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনে, তা হলে দুই তারকাকে ছাপিয়ে গিয়ে এক নতুন রেকর্ড করে ফেলবেন রাফায়েল নাদাল। এদিকে মহিলাদের সিঙ্গেলসে দাপট অব্যাহত অ্যাশলি বার্টির(Ashleigh Barty)।
নাদালের সেমিফাইনালে ওঠা মোটেও সহজ ছিল না। ৫ সেটের ম্যাচ জিততে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে। প্রথম সেটটা ৬-৩ জেতার পর দ্বিতীয় সেটটাও ৬-৪ পকেটে পুরেছিলেন স্প্যানিশ তারকার। পরের দুটো সেটে দুরন্ত ভাবে খেলায় ফেরেন কানাডিয়ান টেনিস তারকা। তৃতীয় সেট ৬-৪ জিতে নেন। চতুর্থ সেটেও আবার পিছনে ফেলেন রাফাকে। ৬-৩ জিতে ম্যাচ ২-২ করে ফেলেন। আগের দুটো সেট হারলেও পঞ্চম সেটে অবশ্য নাদালকে রুখতে পারেননি। পুরনো নাদালের ঝলক দেখা গিয়েছে ওই শেষ সেটে। সবচেয়ে বড় কথা হল, রড লেভার এরিনাতে ডেনিসের মতো কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে তাঁকে পাঁচ সেটের ম্যাচ জিততে দেখে বোঝা গেল, চোট আঘাত থেকে বেরিয়ে এসে দুরন্ত ফর্মে রয়েছেন নাদাল।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে সপ্তম মেসিফাইনালে উঠলেন নাদাল। ম্যাচ জেতার পর স্প্যানিশ তারকা বলেছেন, ‘অত্যন্ত কঠিন ছিল ম্যাচটা। সত্যি বলতে কী, এই রকম একটা ম্যাচ খেলার মতো প্র্যাক্টিস আমি করিনি। ডেনিস দুরন্ত খেলেছিল। ও ভীষণ প্রতিভাবান টেনিস প্লেয়ার। আগ্রাসী যেমন, অবিশ্বাস্য সার্ভিস করে। খুব ভালো লাগছে সেমিফাইনালে উঠতে পেরে।’
“For me it’s just a present of life that I am here playing tennis again.”
Find someone to love the way @RafaelNadal loves tennis ??#AO2022 • #AusOpen • #AOInterview pic.twitter.com/Sg6tAskNeW
— #AusOpen (@AustralianOpen) January 25, 2022
দুটো সেট জেতার পর পেটে যন্ত্রণা শুরু হয়েছিল নাদালের। তা সত্ত্বেও কিন্তু কোর্ট ছেড়ে চলে যাননি। নাদাল বলছেন, ‘পেটে ব্যথা হচ্ছিল। সমস্যাও হচ্ছিল। পেটে সমস্যা হলেও অন্য জটিলতা ছিল না। ডাক্তাররা পরীক্ষা করার আমাকে খেলার অনুমতি দিয়েছিলেন। তবে ওষুধ নিয়ে ফিরতে হয়েছিল কোর্টে। সব কিছুর পর একটাই তৃপ্তি, প্রিয় মেলবোর্ন পার্কে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।’
How to time things to perfection with @ashbarty ?
?: @wwos • @espn • @Eurosport • @wowowtennis #AusOpen • #AO2022 pic.twitter.com/nV9mfyD6zL
— #AusOpen (@AustralianOpen) January 25, 2022
মেলবোর্ন পার্ক দাপিয়ে বেড়াচ্ছেন অ্যাশলি বার্টি। স্ট্রেট সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে শীর্ষ বাছাই বার্টি। মার্কিন প্রতিপক্ষ জেসিকা পেগুলাকে ৬৩ মিনিটের লড়াইয়ে হারালেন ৬-২, ৬-০।
আরও পড়ুন : Formula Regional Asian Championship: এশিয়ান ট্র্যাকে দুরন্ত শুরু মুম্বই ফ্যালকন্সের