Australian Open 2023: বাধা হল না চোট, দাপট দেখিয়ে তৃতীয় রাউন্ডে জকোভিচ
Novak Djokovic: দশম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের লক্ষ্যে এক ধাপ এগোলেন সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ।

মেলবোর্ন: নতুন বছরের শুরুটা একদিকে ভালো কাটছে না ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালের। হিপ ইনজুরির কারণে, চলতি অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে সমস্যা হচ্ছিল নাদালের। অন্যদিকে তাঁর অন্যতম প্রতিপক্ষ নোভাক জকোভিচও (Novak Djokovic) হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তার পরও দ্বিতীয় রাউন্ডে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ১৯১ নম্বরে থাকা ফরাসি টেনিস প্লেয়ার এনজ়ো কোয়েকোকে হারিয়ে দিলেন জোকার। রড লেভার এরিনায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন বাঁ পায়ের লিগামেন্টের চোটের জন্য মেডিকেল টাইম আউট নেন জকোভিচ। নাদালও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হিপ ইনজুরির জন্য মেডিকেল টাইম আউট নিয়েছিলেন। সেখান থেকে ফিরে ম্যাচ জিততে পারেননি রাফা। তবে নোভাকের বেলায় উল্টোটা হয়েছে। মেডিকেল টাইম আউট নিয়েও শেষ অবধি ৬-১, ৬-৭ (৫), ৬-২, ৬-২ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।
Novak moves on ?
The 9x champion beats Couacaud 6-1 6-7(5) 6-2 6-0 and will play Grigor Dimitrov in the third round.@DjokerNole • #AusOpen • #AO2023 pic.twitter.com/VMOcZklPlC
— #AusOpen (@AustralianOpen) January 19, 2023
ন’বারের অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ী জকোভিচ টুর্নামেন্টেনর চতুর্থ বাছাই। দ্বিতীয় রাউন্ডে জোকার ৪ সেটের ম্যাচে দাপট দেখিয়েই জেতেন। এই নিয়ে জকোভিচ মেলবোর্ন পার্কে ২৩ ম্যাচে জিতলেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। ২১ জানুয়ারি হবে পুরুষদের সিঙ্গলসে জকোভিচ বনাম দিমিত্রভের তৃতীয় রাউন্ডের লড়াই।
23 and counting ? @DjokerNole pic.twitter.com/O1TrWnReEP
— #AusOpen (@AustralianOpen) January 19, 2023
জকোভিচের জয়ের দিন ছিটকে গিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড। অবাছাই জেনসন ব্রুকসবি রুডকে হারান ৬-৩, ৭-৫, ৬-৭ (৪-৭), ৬-২ ফলাফলে। অন্যদিকে এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের দ্বাদশ বাছাই আলেকজান্ডার জেরেভকে হারিয়ে দিয়েছেন মাইকেল মোহ। ম্যাচের ফল ৬-৭ (১-৭), ৬-৪, ৬-৩, ৬-২।
— Novak Djokovic (@DjokerNole) January 19, 2023
উল্লেখ্য, নোভাক জকোভিচ রড লেভার এরিনায় প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে নেমে স্পেনের রবের্তো কার্বালেস বিয়েনাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন। বছর খানেক আগে ভ্যাকসিন জটে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকার। এসেছিলেন মেলবোর্নে, কিন্তু সে দেশ তাঁকে স্বাগত জানায়নি। বছর ঘুরতেই ছবিটা বদলে গিয়েছে। এ বার দেখার জোকারের ঝুলিতে শেষ অবধি এ বছরের প্রথম গ্র্যান্ড স্লামটা আসে কিনা।





