US Open 2023: স্ট্রেট সেটে জয় জকোভিচের, তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ইগাও

নোভাক চলতি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে পোলিশ সুপারস্টার ইগা স্বোয়াতেকও পৌঁছে গিয়েছেন তৃতীয় রাউন্ডে।

US Open 2023: স্ট্রেট সেটে জয় জকোভিচের, তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ইগাও
US Open 2023: স্ট্রেট সেটে জয় জকোভিচের, তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ইগাও
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 8:44 AM

নয়াদিল্লি: চলতি ইউএস ওপেনে দুরন্ত ছন্দে রয়েছেন সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ। এ বারের যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে হারালেন স্পেনের বার্নাবে জাপাতা মিরালেসকে। নোভাক তৃতীয় রাউন্ডে উঠেছেন। পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে পোলিশ সুপারস্টার ইগা স্বোয়াতেকও পৌঁছে গিয়েছেন তৃতীয় রাউন্ডে। পাশাপাশি লড়াই করে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন চলতি বছরের ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসের রানার্স ক্যারোলিনা মুচোভাও। তবে পুরুষদের সিঙ্গলসে স্তেফানোস সিসিপাস বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নোভাক জকোভিচ বনাম বার্নাবে জাপাতা মিরালেস

ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে স্পেনের বার্নাবে জাপাতার বিরুদ্ধে দারুণ লড়াই করেন জোকার। তিন সেটের লড়াই চলে দু’ঘণ্টা ধরে। প্রথম সেটে জকোভিচের বিরুদ্ধে বার্নাবে ভালো লড়াই করেন। ওই সেট শেষ হয় ৬-৪ ব্যবধানে। কিন্তু পরের দুই সেটে জোকার তাঁকে খুব একটা সুযোগই দেননি। শেষ ২ সেটে ছয় বার জকোভিচের সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন বার্নাবো। কিন্তু এক বারও পারেননি। শেষ অবধি ম্যাচের ফলাফল দাঁড়ায় জকোভিচের পক্ষে ৬-৪, ৬-১, ৬-১। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ সার্বিয়ার লাসলো।

ইগা স্বোয়াতেক বনাম দারিয়া স্যাভিল

গত বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন অস্ট্রেলিয়ার দারিয়া স্যাভিলকে। ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে অজি টেনিস প্লেয়ারকে হারিয়েছেন পোলিশ সুপারস্টার ইগা। ম্যাচের ফল ৬-৩, ৬-৪। তৃতীয় রাউন্ডে ইগা নামবেন স্লোভেনিয়ান টেনিস প্লেয়া কাজা জুভানের বিরুদ্ধে।

ক্যারোলিনা মুচোভা বনাম ম্যাগডালেনা ফ্রেচ

চলতি বছরের ফরাসি ওপেনের রানার্স ক্যারোলিনা মুচোভা ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নেমেছিলেন পোল্যান্ডের ম্যাগডালেনা ফ্রেচের বিরুদ্ধে। তাঁদের লড়াই চলে প্রায় ১ ঘণ্টা ১৯ মিনিট। স্ট্রেট সেটে ফ্রেচের বিরুদ্ধে জিতেছেন মুচোভা। পুরো ম্যাচে মুচোভার দাপটই নজরে পড়েছে। ৬-৩, ৬-৩ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে জিতে মুচোভা এ বার তৃতীয় রাউন্ডে নামবেন আমেরিকার টেলর টাউনসেন্টের বিরুদ্ধে।

স্তেফানোস সিসিপাস বনাম ডমিনিক স্টেফান স্ট্রাইকার

সুইস টেনিস প্লেয়ার ডমিনিক স্ট্রাইকার গ্রিসের টেনিস তারকা স্তেফানোস সিসিপাসকে রোমাঞ্চকর পাঁচ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৭ (২), ৬-৭ (৫), ৭-৬ (৬), ৬-৩ ব্যবধানে হারিয়েছেন। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছেন তিনি। এই অসাধারণ জয়ের ফলে স্ট্রাইকার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে রয়েছেন স্ট্রাইকার।