US Open 2023: জোকার শেষ আটে, ইউএস ওপেনে থেকে ছিটকে গেলেন ক্যারোলিনা ওজনিয়াকি
Djokovic and Caroline Wozniacki: জোকারকে থামানো যাচ্ছে না। অপ্রতিরোধ্য সার্বিয়ান ইউএস ওপেনের শেষ আটে। কিন্তু কোকো গফের সামনে থেমে গেলেন ক্যারোলিনা ওজনিয়াকি।
নিউ ইয়র্ক: অস্ট্রেলিয়ান ওপেনেই সবচেয়ে সফল তিনি। মোট ১০বার জিতেছেন খেতাব। উইম্বলডনে খুব একটা পিছিয়ে নেই। অল ইংল্যান্ড ক্লাবে সাতবার জিতেছেন খেতাব। ফরাসি ওপেন আর ইউএস ওপেন (US Open 2023) তিনবার করে। সব ঠিকঠাক থাকলে আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার নম্বর খেতাব ঢুকে পড়তে পারে তাঁর ঝুলিতে। দুরন্ত ছন্দে থাকা নোভাক জকোভিচকে (Novak Djokovic) দেখার পর কিন্তু তাই বলছে টেনিস মহল। ৩৬এর সার্বিয়ান তারকা ১৩তম বার উঠলেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে। জোকার নিরাশ না করলেও যুক্তরাষ্ট্র ওপেনে থেমে গেলেন ক্যারোলিনা ওজনিয়াকি (Caroline Wozniacki)। তিন বছর পর অবসর ভেঙে আবার গ্র্যান্ড স্লামে ফিরেছিলেন ডেনিস তারকা। কিন্তু কোকো গফকে টপকাতে পারলেন না। TV9Bangla Sportsএ বিস্তারিত।
চতুর্থ রাউন্ডে ১০৫তম প্লেয়ারের মুখে নেমেছিলেন জোকার। ক্রোয়েশিয়ান বর্না গোজো সেই অর্থে প্রতিরোধই তৈরি করতে পারেননি। তিন সেটের ম্যাচে একতরফা জিতে শেষ আটে পা রেখেছেন সার্বিয়ান। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকার টেলর ফির্টজ়। আগে ম্যাচেই প্রথম দুটো সেটে পিছিয়ে থেকে ম্যাচ জিতেছিলেন জোকার। ফিটনেস এবং ছন্দ— দুটোরই তুঙ্গে রয়েছেন তিনি। সেই তুলনায় ২৫ বছরের গোজোকে হারাতে বেগই পেতে হয়নি জকোভিচকে। ম্য়াচ জেতার পর জোকার বলেছেন, ‘আমি জানতাম বর্নার কাছে এটা বড় ম্যাচ। ওর হাতে কিন্তু বড় শট আছে। সার্ভিস চমৎকার, ফোরহ্যান্ড ভালো। এইগুলোই ওর শক্তি। ওর সার্ভিসগুলোকে সামলে দিতে চেয়েছিলাম।’
মঙ্গলবার আমেরিকার নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার ফির্টজ়ের বিরুদ্ধে খেলা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফির্টজ় যে বাড়তি সাপোর্ট পাবেন, সন্দেহ নেই। তাও জোকার বলছেন, ‘ও দারুণ ছন্দে রয়েছে, বিশেষ করে ওর ঘরের মাঠে। কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচ আরও কঠিন হবে। তবে আমি সব রকম পরিস্থিতির জন্য় তৈরি।’
মেয়েদের ম্যাচে ফেভারিট এবং ষষ্ঠ বাছাই গফের বিরুদ্ধে লড়াই করলেও পরের রাউন্ডে যেতে পারেননি ক্যারোলিনা ওজনিয়াকি। ৩-৬, ৬-৩, ১-৬ হেরেছেন। গত বারের চ্যাম্পিয়ন সোয়াতেকের বিরুদ্ধে খেলবেন গফ।