AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

German Open: জার্মান ওপেনের কোয়ার্টারে শ্রীকান্ত, ছিটকে গেলেন সিন্ধু

১ ঘণ্টারও কম সময়ে সিন্ধুকে হারিয়ে সকলকে চমকে দিলেন চিনা প্লেয়ার ঝ্যাং।

German Open: জার্মান ওপেনের কোয়ার্টারে শ্রীকান্ত, ছিটকে গেলেন সিন্ধু
German Open: জার্মান ওপেনের কোয়ার্টারে শ্রীকান্ত, ছিটকে গেলেন সিন্ধু
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 1:27 PM
Share

মুয়েলহেইম অ্যান ডের রুহ: জার্মান ওপেনের (German Open) দ্বিতীয় রাউন্ডে অঘটন ঘটালেন চিনের ঝ্যাং ই মান (Zhang Yi Man)। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুকে (PV Sindhu) হারালেন চিনা শাটলার। ব়্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকা ঝ্যাংয়ের কাছে হেরে গেলেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। সিন্ধু হারলেও, জার্মান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ২৯ বছর বয়সী শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন চিনের লু গুয়াং জুকে (Lu Guang Zu)

১ ঘণ্টারও কম সময়ে সিন্ধুকে হারিয়ে সকলকে চমকে দিলেন চিনা প্লেয়ার ঝ্যাং। ৫৫ মিনিটের লড়াইয়ে প্রথম গেমে ১৪-২১-তে পিছিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান টুর্নামেন্টের সপ্তম বাছাই সিন্ধু। দ্বিতীয় গেমের ফল ২১-১৫। কিন্তু তৃতীয় গেমে আবার অঘটন ঘটান ঝ্যাং। তৃতীয় গেমে সিন্ধুকে ১৪-২১ পয়েন্টে হারানোর পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ঝ্যাং। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিন্ধু যদিও তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানকে হারিয়েছিলেন ২১-৮,২১-৭ ফলাফলে। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই বলা যায়, সিন্ধুর ইউরোপীয় লেগের শুরুটা ভালো হল না। আগামী সপ্তাহে সিন্ধু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে নামবেন।

জার্মান ওপেন থেকে সিন্ধু বিদায় নিলেও, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন টুর্নামেন্টের অষ্টম বাছাই শ্রীকান্ত। চিনের লু গুয়াং জুকে ১ ঘণ্টা ৭ মিনিটে ধরে তিন গেমের লড়াইয়ে হারালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া শ্রীকান্ত। প্রথম গেমে ২১-১৬ তে পিছিয়ে থাকার পর, দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কামব্যাক করেন লু গুয়াং। কিন্তু তৃতীয় গেমে ফের বাজিমাত করেন শ্রীকান্ত। ম্যাচের ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৬, ২১-২৩, ২১-১৮। এর আগে শ্রীকান্ত বিশ্বের ৩৯ নম্বর শাটলার ফ্রান্সের ব্রাইস লেভেরেজের (Brice Leverdez) বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে নেমেছিলেন। সেখানে তিনি ৪৮ মিনিটের লড়াইয়ে জেতেন ২১-১০, ১৩-২১, ২১-১৭ ফলে।

আরও পড়ুন: Chelsea: আশঙ্কার অবসান, ফুটবল মাঠে থাকছে চেলসি

আরও পড়ুন: MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন

আরও পড়ুন: ICC Women World Cup 2022: কিউয়িদের বিরুদ্ধে হারের কোন কারণ তুলে ধরলেন ভারত অধিনায়ক মিতালি?