Chelsea: আশঙ্কার অবসান, ফুটবল মাঠে থাকছে চেলসি
নিজের টুইটার অ্যাকাউন্টে চেলসি সমর্থকদের আশ্বস্ত করে ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী লিখেছেন, " ফুটবল ক্লাবগুলি আমাদের সাংস্কৃতিক সম্পত্তি। তাদের রক্ষাকরা আমাদের কর্তব্য।"
লণ্ডন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Conflict) প্রত্যক্ষ কোনও প্রভাব ইংল্যান্ড ফুটবলে পরেনি। কিন্তু পরোক্ষ প্রভাবে কাঁপুনি ধরেছিল চেলসির (Chelsea) অন্দর মহলে। কারণ একটাই, চেলসির মালিক যে রাশিয়ান ব্যাবসায়ী। পাশাপাশি তিনি আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের (Putin) কাছের মানুষ। সমস্যা যে হবে সেটা টের পেয়েই চেলসির মালিকের পদটা ছেড়ে দেন রোমান আব্রামোভিচ (Roman Abramovich)। জানিয়ে দেন ক্লাব পরিচালনা করবে, চেলসি চ্যারিটিবল ট্রাস্ট। এতেই শেষ নয়, ক্লাব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন অব্রামোভিচ। নিজের ইমেজ রক্ষা করতে জানান, ক্লাব বিক্রি করে যে লাভ তিনি করবেন, সেই অর্থ দান করবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিদ্ধস্ত মানুষের জন্য। রোমানের মতে এটাই চেলসির জন্য বর্তমান সময়ে সব থেকে ভাল সিদ্ধান্ত। সেই মত ক্লাব বিক্রির প্রক্রিয়া শুরুও হয়। তবে সেখানেও ধাক্কা। রোমান আব্রামোভিচের ওপর একাধিক বিধিনিশেধ আরোপ করে ইংল্যান্ড (England) সরকার। আর তেতেই চেলসির অন্দরেও কাঁপুনি।
মালিকের ওপর বিধিনিশেধের জেরে কি ফুটবল মাঠে থেকে সরে যেতে হবে চেলসিকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছিলেন। তবে ব্লুজ সমর্থকদের স্বস্তি দিয়ে ইংল্যান্ড প্রশাসন জানিয়ে দেয়, ফুটবল মাঠে চেলসির থাকা নিয়ে কোনও সমস্যা হবে না। তবে ক্লাব বিক্রি করতে পারবেন না রোমান আব্রামোভিচ। কিন্তু তার জন্য খেলা নিয়ে কোনও সমস্যা থাকবে না। চেলসি যাতে খেলা চালিয়ে যেতে পারে সব দিক থেকে ব্যবস্থা করবে সরকার। জানিয়েছেন ইংল্যান্ডেক ক্রীড়ামন্ত্রী নাদিনে ডোরিস। নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী।
3/4 To ensure the club can continue to compete and operate we are issuing a special licence that will allow fixtures to be fulfilled, staff to be paid and existing ticket holders to attend matches while, crucially, depriving Abramovich of benefiting from his ownership of the club
— Nadine Dorries (@NadineDorries) March 10, 2022
নিজের টুইটার অ্যাকাউন্টে চেলসি সমর্থকদের আশ্বস্ত করে ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী লিখেছেন, “আমি জানি সরকারের সিদ্ধান্তে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সরকার লিগ কমিটি এবং ক্লাব গুলির সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করছে যাতে খেলা নিয়ে কোনও সমস্যা না হয়। একই সঙ্গে বিধিনিষেধ কার্যকর করা যায়। ফুটবল ক্লাবগুলি আমাদের সাংস্কৃতিক সম্পত্তি। তাদের রক্ষাকরা আমাদের কর্তব্য।” সরকারের এই সিদ্ধান্তর পর চেলসির খেলা, টিকিট বিক্রি বা ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের বেতন দেওয়া নিয়েও কোনও সমস্যা থাকল না।
আরও পড়ুন : IPL 2022: আইপিএলে স্পনসরের রেকর্ড বিসিসিআইয়ের