Rafael Nadal: এটিপি র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে নেই রাফায়েল নাদাল

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Sep 14, 2021 | 10:12 AM

প্যারিস: স্প্যানিশ টেনিস তারকা (Spanish Tennis Player) রাফায়েল নাদাল এটিপি র‍্যাঙ্কিংয়ে (ATP rankings) প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেন। সোমবার এটিপি তাদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে একদিকে চমক যেমন রাফার প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়া, অন্যদিকে বড় চমক রাফার দেশের তরুণ টেনিস প্লেয়ার কার্লোস আলকারাসের ১৭ ধাপ এগিয়ে এসে প্রথম ৫০ জনে ঢুকে পড়া। এ […]

Rafael Nadal: এটিপি র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে নেই রাফায়েল নাদাল
Rafael Nadal: এটিপি র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে নেই রাফায়েল নাদাল (সৌজন্যে-টুইটার)

Follow Us

প্যারিস: স্প্যানিশ টেনিস তারকা (Spanish Tennis Player) রাফায়েল নাদাল এটিপি র‍্যাঙ্কিংয়ে (ATP rankings) প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেন। সোমবার এটিপি তাদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে একদিকে চমক যেমন রাফার প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়া, অন্যদিকে বড় চমক রাফার দেশের তরুণ টেনিস প্লেয়ার কার্লোস আলকারাসের ১৭ ধাপ এগিয়ে এসে প্রথম ৫০ জনে ঢুকে পড়া।

এ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। এটিপি র‍্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন ২ নম্বরে। ক্যালেন্ডার স্লামের স্বপ্ন অধরাই রয়েছে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের। তবে তিনি এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছেন। তিন নম্বরে রয়েছেন জার্মানির টেনিস তারকা স্তেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)। জার্মানিরই অপর এক টেনিস প্লেয়ার আলেকজান্ডার জেরেভ রয়েছেন চার নম্বরে। দুই ধাপ এগিয়ে রাফাকে প্রথম পাঁচ থেকে বের করে দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবেলভ (Andrey Rublev)।

চোটের কারণে অলিম্পিকের পর ইউএস ওপেনেও (US Open) খেলেননি টেনিসের বিগ থ্রি-র এক তারা রজার ফেডেরার (Roger Federer)। তবে সুইশ টেনিস তারকা প্রথম দশে রয়েছেন। ৩৭৬৫ পয়েন্ট নিয়ে এটিপি র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন ফেডেক্স।

আরও পড়ুন: US Open 2021: হেরে ‘শান্তি’ পেলেন জকোভিচ

আরও পড়ুন: US Open 2021: স্ত্রীকে বিবাহবার্ষিকীর উপহার মেদভেদেভের

আরও পড়ুন:  US Open 2021: ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভের স্ত্রীকে চেনেন?

Next Article