US Open 2021: ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভের স্ত্রীকে চেনেন?

ফ্লাশিং মিডোয় রবিবার গভীর রাতে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। ঘটনাচক্রে আগামীকালই ছিল মেদভেদের তিন বছরের বিবাহবার্ষিকী। বিশ্বের দু'নম্বর টেনিস তারকাকে উদ্বুদ্ধ করতে গ্যালারিতে হাজির ছিলেন তাঁর স্ত্রী দারিয়া মেদভেদেভ (Daria Medvedeva)। প্রথম গ্র্যান্ড স্লাম জিতে সেটাই স্ত্রীকে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে দিলেন। ম্যাচের শেষে এমনটাই জানালেন মেদভেদেভ।

| Edited By: | Updated on: Sep 13, 2021 | 2:54 PM
নোভাক জকোভিচকে হারিয়ে এ বারের ইউএস ওপেনের শিরোপা অর্জন করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। তাঁকে সর্বক্ষণ উৎসাহ জোগাতে তাঁর ম্যাচে সব সময় গ্যালারিতে হাজির থাকেন তাঁর স্ত্রী দারিয়া মেদভেদেভ (Daria Medvedeva)। (সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

নোভাক জকোভিচকে হারিয়ে এ বারের ইউএস ওপেনের শিরোপা অর্জন করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। তাঁকে সর্বক্ষণ উৎসাহ জোগাতে তাঁর ম্যাচে সব সময় গ্যালারিতে হাজির থাকেন তাঁর স্ত্রী দারিয়া মেদভেদেভ (Daria Medvedeva)। (সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

1 / 4
ম্যাচের শেষে মেদভেদেভ জানান, ইউএস ওপেনের ট্রফিটা তিনি তাঁর স্ত্রীকে তাঁদের বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে দিতে চান। (সৌজন্যে-ইউএস ওপেন টুইটার)

ম্যাচের শেষে মেদভেদেভ জানান, ইউএস ওপেনের ট্রফিটা তিনি তাঁর স্ত্রীকে তাঁদের বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে দিতে চান। (সৌজন্যে-ইউএস ওপেন টুইটার)

2 / 4
২০১৮ সালের সেপ্টেম্বরে দারিয়া মেদভেদেভকে বিয়ে করেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

২০১৮ সালের সেপ্টেম্বরে দারিয়া মেদভেদেভকে বিয়ে করেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

3 / 4
সুন্দরী দারিয়া সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও স্বামী মেদভেদেভের সোশ্যাল অ্যাকাউন্টে ঢুঁ মারলে তাঁদের বেশ কিছু রোমান্টিক ছবি ধরা পড়ে। ইউএস ওপেন জয়ী মেদভেদেভ তাঁর জীবনে দারিয়ার গুরুত্বের কথা বহুবার তুলে ধরেছেন।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

সুন্দরী দারিয়া সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও স্বামী মেদভেদেভের সোশ্যাল অ্যাকাউন্টে ঢুঁ মারলে তাঁদের বেশ কিছু রোমান্টিক ছবি ধরা পড়ে। ইউএস ওপেন জয়ী মেদভেদেভ তাঁর জীবনে দারিয়ার গুরুত্বের কথা বহুবার তুলে ধরেছেন।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

4 / 4
Follow Us: