Wimbledon 2023: প্রথম সেট হেরেও বাজিমাত, ৮ বছর পর উইম্বলডনের সেমিফাইনালে রোহন বোপান্না
Rohan Bopanna: চলতি উইম্বলডনে (Wimbledon) অস্ট্রেলিয়ার ম্যাথেউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না।
উইম্বলডন: একেই বলে বুড়ো হাড়ে ভেল্কি। বয়স যে কেবল সংখ্যা তা প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। চলতি উইম্বলডনে (Wimbledon) অস্ট্রেলিয়ার ম্যাথেউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না। ৪৩ বছর বয়সী রোহন এর আগে ২০১৫ সালে শেষ বার উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন। ফলে ৮ বছর পর ফের উইম্বলডনের শেষ চারে উঠলেন ভারতের টেনিস তারকা রোহন। কোয়ার্টার ফাইনালে ডাচ জুটি ট্যালন গ্রিকস্পুর এবং বার্ট স্টিভেন্সকে হারিয়েছেন রোহন-ম্যাথেউরা। এ বার দেখার সেমির কাঁটা পেরিয়ে এই ইন্দো-অজি জুটি উইম্বলডনের ফাইনালে উঠতে পারে কিনা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের উইম্বলডনে পুরুষদের ডাবলসের ষষ্ঠ বাছাই রোহন বোপান্না ও ম্যাথেউ এবডেন। কোয়ার্টার ফাইনালে ডাচ জুটির বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান রোহন-ম্যাথেউ জুটি। প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। শেষ আটের লড়াইয়ে প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান রোহনরা। ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেট জেতার পর তৃতীয় সেটে ডাচ জুটিকে দাঁড়াতেই দেননি রোহনরা। তৃতীয় সেটে রোহন-ম্যাথেউ জুটি জেতে ৬-২ ব্যবধানে।
Bopanna-Ebden Sails into the Semi Final of #WimbeldonOpen2023?
The Indo-Australian Duo defeats ?? pair Griekspoor-Stevens in 3⃣ sets (6(3)-7,7-5,6-2) to book a spot in the SF.
This will be #TOPSchemeAthlete @rohanbopanna‘s 1⃣st Wimbledon SF appearance after a long hiatus… pic.twitter.com/W3GRwX490k
— SAI Media (@Media_SAI) July 12, 2023
১ ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইয়ের পর সেমিফাইনালের টিকিট পেয়েছেন রোহনরা। পুরুষদের ডাবলসের এটিপি ব়্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছেন রোহন বোপান্না এবং ১৬ নম্বরে রয়েছেন ম্যাথেউ। এ বার সেমিফাইনালে কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছেন রোহন বোপান্না-ম্যাথেউ এবডেনরা। কারণ, ফাইনালের টিকিট পেতে হলে রোহন-ম্যাথেউকে হারাতে হবে উইম্বলডনে পুরুষদের শীর্ষবাছাই ওয়েসলি কুলহফ ও নীল স্কুপস্কি জুটিকে। আজ, বৃহস্পতিবার সেমিফাইনালে নামবেন রোহনরা। চলতি বছর দোহা ও ইন্ডিয়ান ওয়েলসে খেতাব জিতেছেন বোপান্না-ম্যাথেউ। এ বার উইম্বলডনে খেতাব জিতলে ওপেন এরায় সবচেয়ে বয়স্ক হিসেবে রেকর্ড গড়বেন বোপান্না।