Cleveland Championships: ক্লেভল্যান্ড ওপেনের কোয়ার্টারে সানিয়া-ম্যাকহল জুটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 23, 2021 | 5:04 PM

Sania Mirza: ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডবলসে প্রিকোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে জিতে শেষ আটের জায়গা পাকা করলেন সানিয়া-ম্যাকহল।

Cleveland Championships: ক্লেভল্যান্ড ওপেনের কোয়ার্টারে সানিয়া-ম্যাকহল জুটি
সৌজন্যে-টুইটার

Follow Us

ক্লেভল্যান্ড: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) ও তাঁর আমেরিকান পার্টনার ক্রিশ্টিনা ম্যাকহল (Christina McHale) পৌঁছে গেলেন ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপের (Cleveland Championships) কোয়ার্টার ফাইনালে (quarterfinals)। ওকসানা কালাশনিকোভা (Oksana Kalashnikova) এবং আন্দ্রিয়া মিতুর (Andreea Mitu) বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতে শেষ আটের জায়গা পাকা করলেন সানিয়া-ম্যাকহল।

ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডবলসে প্রিকোয়ার্টার ফাইনালে (Per quarterfinals) ইন্দো-আমেরিকান জুটি জর্জিয়া-রোমানিয়ান প্রতিপক্ষকে ৬-৩, ৬-২ ব্যবধানে হারান।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো শুরু করেন সানিয়া-ম্যাকহল। প্রতিপক্ষকে পাল্টা আঘাত হানার একফোঁটাও সুযোগ দেননি তাঁরা। যার ফলে স্ট্রেট সেটে ওকসানা-আন্দ্রিয়াকে হারান সানিয়া-ম্যাকহল।

আরও পড়ুন:  Rafael Nadal: বাকি মরসুমে আর নেই নাদাল

আরও পড়ুন: World Athletics U20 Championships: অল্পের জন্য সোনা হাতছাড়া, শৈলী সিংয়ের ঝুলিতে রুপো

Next Article