Thomas Cup 2022: জার্মানির পর কানাডাকে ৫-০ হারিয়ে থমাস কাপের কোয়ার্টার ফাইনালে ভারত
আজ সোমবার ব্যাংককের ইম্প্যাক্ট এরিয়া কোর্টে ভারত গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৫-০ ব্য়বধানে হারাল কানাডাকে। এর আগে রবিবার ভারত ৫-০ ব্যবধানেই হারিয়েছিল জার্মানিকে।
ব্যাংকক: থমাস কাপে (Thomas Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। জার্মানির পর কানাডাকেও (Canada) ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত (India)। বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ চাইনিজ চাইপে। তবে ওই ম্যাচটা শুধু নিয়মরক্ষার। কারণ এই দুই দলই ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গিয়েছে। তবে ওই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষদের হারাতে পারলে ভারত শীর্ষে থেকে শেষ করতে পারবে গ্রুপ পর্বের খেলা।
.#TeamIndia has booked their spot in the knockout stages of #ThomasCup2022 with 2️⃣ back to back dominating wins without losing a match ?
Proud of you boys! ??
?: Lakshya Sen / Instagram#TUC2022 #Bangkok2022 #IndiaontheRise#Badminton pic.twitter.com/tFlNjxT5mu
— BAI Media (@BAI_Media) May 9, 2022
আজ সোমবার ব্যাংককের ইম্প্যাক্ট এরিয়া কোর্টে ভারত গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৫-০ ব্য়বধানে হারাল কানাডাকে। এর আগে রবিবার ভারত ৫-০ ব্যবধানেই হারিয়েছিল জার্মানিকে। গ্রুপ সি-এর চতুর্থ ম্যাচে কানাডার বিরুদ্ধে ভারতের হয়ে টাইয়ের প্রথম ম্যাচে নামেন প্রাক্তন বিশ্বের এক নম্বর তারকা প্লেয়ার কিদাম্বি শ্রীকান্ত। কানাডার ব্রায়ান ইয়ংয়ের কাছে প্রথম গেমে ২০-২২-তে হেরে শুরু করলেও পরের দুটি গেমে ২১-১১, ২১-১৫ জিতে ভারতকে ১-০ এগিয়ে দেন শ্রীকান্ত। এরপর ভারতের হয়ে ডাবলসে জেতেন চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি। কানাডার জেসন অ্যান্টনি ও কেভিন লি জুটিকে ২১-১২, ২১-১১ ব্যবধানে হারান চিরাগ-সাত্বিক। এরপর দ্বিতীয় সিঙ্গলসে এইচএস প্রণয় ২১-১৫, ২১-১২-তে হারান কানাডার বিএস সঙ্ককিরথ। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর টাইয়ের বাকি দুটি ম্যাচেও জিতে কানাডাকে ৫-০ হারায় ভারত। ভারতের হয়ে দ্বিতীয় ডাবলসে কৃষ্ণ প্রসাদ-বিষ্ণুবর্ধন গৌড় জুটি হারান কানাডার ডং অ্যাডামও নাইল আকুরা জুটিকে। এরপর পঞ্চম ম্যাচে ভিক্টর লালকে ২১-১৩, ২০-২২, ২১-১৪ ব্যবধানে হারান ভারতের ২০ বছরের প্রিয়াংশু রাজাওয়াত।
টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ চাইনিজ তাইপেও ভারতের মতোই কানাডা ও জার্মানিকে ৫-০ হারিয়ে শেষ আটে পৌঁছেছে। এ বার ওই ম্যাচে কারা করবেন বাজিমাত, সেদিকেই নজর থাকবে।