Boris Becker: জালিয়াতির জের, টেনিস কিংবদন্তির আড়াই বছরের জেল

জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই এ বার আড়াই বছরের জেল হল টেনিস কিংবদন্তির।

Boris Becker: জালিয়াতির জের, টেনিস কিংবদন্তির আড়াই বছরের জেল
টেনিস কিংবদন্তি বরিস বেকারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 8:09 AM

লন্ডন: টেনিস (Tennis) ইতিহাসের অন্যন্ত জনপ্রিয় তারকা বরিস বেকার (Boris Becker)। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই এ বার আড়াই বছরের জেল হল টেনিস কিংবদন্তির। ৫৪ বছর বসয়ী বরিসকে ঋণ পরিশোধ করার জন্য, সম্পত্তি গোপন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে বরিস নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন ২০১৭ সালে। আজ, শুক্রবার দেউলিয়া আইনের অধীনে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বরিস।

২০১৭ সালে যখন নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন বরিস, তখন তিনি নাকি নিজের স্থাবর অস্থাবর কী রয়েছে, তার পুরো তালিকা দেননি। সেই ভিত্তিতেই ঘোষণা করা হয়, তিনি দেউলিয়া হয়ে গিয়েছেন। তবে বেকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর মামলা হয় আদালতে। তদন্তে নেমে প্রমাণ হয়ে যায় তিনি সঠিক তথ্য দেননি। ১৯৮৫ ও ১৯৮৯ সালের উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন ট্রফি, ১৯৯১ ও ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি এবং ১৯৯২ সালে অলিম্পিকে (Olympics) জেতা সোনার পদকের কথা জানাননি তিনি। শুধু তাই নয়, নিজের বিলাসবহুল মার্সিডিজ বিক্রি করে পাওয়া ১.১৩ মিলিয়ন ইউরো লুকিয়েছিলেন। জার্মানিতে থাকা তাঁর দুটো সম্পত্তির পাশাপাশি প্রায় সাড়ে ৮ লক্ষ ইউরোর ব্যাঙ্ক লোনও লুকিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা।

বরিসের মামলার বিচারক ডেবোরা টেলর জানান, বরিস এই ঘটনার জন্য কোনও অনুশোচনা দেখাননি। শুধু তাই নয়, তিনি নিজের অপরাধ স্বীকারও করেননি। এই মাসের শুরুর দিকে, প্রায় দুই সপ্তাহ ধরে সাক্ষ্য শোনার পর, বিচারকগণ বেকারকে সম্পত্তি লুকিয়ে রাখার জন্য দোষী সাব্যস্ত করেন। এবং সম্পত্তির পুরো খতিয়ান প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় ও ঋণ গোপন করার জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার বরিস তাঁর বান্ধবী লিলিয়ান দে কার্ভালহো মন্টেরিওকে নিয়ে সাউথ ক্রাউন আদালতে যান। উইম্বলডনের বেগুনি-সবুজ রংয়ের বিখ্যাত টাইও পরতে দেখা যায় তাঁকে। আইনজীবী রেবেকা চকলি বিচারকদের জানান, বেকার ব্যাঙ্কের আধিকারিকদের কাছে সত্য গোপন করেছেন। শুধু তাই নয়, সব সত্যি না জানিয়ে বেকার অনেক কিছু গোপন করে গিয়েছেন। সব দিক শোনার পরই বিচারক বরিসের শাস্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: PBKS vs LSG LIVE Score, IPL 2022: প্রাক্তন দলের বিরুদ্ধে লড়াই কেএল রাহুলের

আরও পড়ুন: Asian Badminton Championship: ৩ গেমের দুরন্ত থ্রিলারে বিংজিয়াওকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু