Tokyo Olympics 2020: মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমিত জিমন্যাস্টের পরিবর্ত তৈরি
করোনা আক্রান্ত সেই জিমন্যাস্টের নাম প্রকাশ্যে আনা হয়নি। মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের এক সদস্য করোনা সংক্রমিত হন। তাঁর বদলে অন্য এক অ্যাথলিট খেলবেন টোকিওতে।
টোকিও: অলিম্পিকে (Olympics) করোনা সংক্রমিতে সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যত দিন এগোচ্ছে ততই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ সকালেই চেক প্রজাতন্ত্রের এক ভলিবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। গেমস ভিলেজে থেকেই সংক্রমিত হন সেই ভলিবলার। এ বার করোনা সংক্রমিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) এক জিমন্যাস্ট (Gymnast)।
করোনা আক্রান্ত সেই জিমন্যাস্টের নাম প্রকাশ্যে আনা হয়নি। মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের এক সদস্য করোনা সংক্রমিত হন। তাঁর বদলে অন্য এক অ্যাথলিট খেলবেন টোকিওতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় পরিবর্ত জিমন্যাস্টের কথা। শীঘ্রই টোকিওতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে জাপানে পৌঁছে কোয়ারান্টিনেও থাকতে হবে সেই জিমন্যাস্টকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্সে প্রধান মুখ ২৪ বছরের সিমোনা বাইলস। এছাড়া ১৮ বছরের দুই জিমন্যাস্টও আছেন দলে। সোমবার দুপুরে জিমন্যাস্ট সানিসা লি একটা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, অন্যান্য সদস্যরা গেমস ভিলেজের সামনে দাঁড়িয়ে আর লি ছবিটার সামনে। রটে যায়, সানিসা লি করোনা আক্রান্ত।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওয় খাবারকে কত নম্বর দিলেন ভারতীয় অ্যাথলিটরা