Viswanathan Anand: মেন্টরের দায়িত্ব উপভোগ করছি: আনন্দ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2021 | 10:54 AM

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টিভি নাইন বাংলার মুখোমুখি ভারতীয় দাবার আইকন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

Viswanathan Anand: মেন্টরের দায়িত্ব উপভোগ করছি: আনন্দ
বিশ্বনাথন আনন্দ (ছবি-টুইটার)

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

দু’ বছর পর আবার শহরে দাবার আসর বসছে। খেলোয়াড় নয়, এ বার মেন্টরের (Mentor) ভূমিকায় দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand)। প্রতিযোগিতা শুরুর আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টিভি নাইন বাংলার মুখোমুখি ভারতীয় দাবার আইকনের।

প্রশ্ন: মেন্টরের দায়িত্বে কেন এলেন? এতে কি অবসরের ইঙ্গিত?
আনন্দ: দীর্ঘদিন ধরে খেলছি। অতিমারি পরিস্থিতির পর মনে হয়েছে এ বার একটু বদল আনা উচিত। তাই মেন্টরের ভূমিকায় আসা। ভালোই লাগছে মেন্টরের ভূমিকায় এসে। বেশ উপভোগ করছি।

প্রশ্ন: সম্প্রতি ২ ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হয়েছেন। কি ভাবে দেখছেন?
আনন্দ: ইতিবাচক দিক। ভারতে অনেক প্রতিশ্রুতিমান দাবাড়ুরা রয়েছে এই মুহূর্তে। আগামী দিনে ওরা আরও সাফল্য এনে দেবে।

প্রশ্ন: ভারতের গ্র্যান্ডমাস্টারের তালিকা দীর্ঘ, কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন শুধুমাত্র আপনি? আপনার আসনে কারও বসার সম্ভাবনা আছে?
আনন্দ: আমি আশা রাখি কেউ না কেউ ঠিক বিশ্বচ্যাম্পিয়ন হবে। প্রজ্ঞানন্দ, সংকল্প, মিত্রাভরা আগামী দিনের সম্পদ। বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে নিজেকে আরও ফোকাস রাখতে হবে।

প্রশ্ন: সামনেই বিশ্বচ্যাম্পিয়ন আসর বসছে। আপনি তো সেখানে কমেন্ট্রি করবেন…
আনন্দ: ম্যাগনাস কার্লসেন আর ইয়ান নেপোমনিয়াচচি দু’জনেই দারুণ দাবাড়ু। হাড্ডাহাড্ডি লড়াই যে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি নিজেও ওদের লড়াই দেখার অপেক্ষায় থাকব। এ রকম টুর্নামেন্টে কমেন্ট্রি করব, ভেবে ভালো লাগছে।

প্রশ্ন: ৫ দিন শহরে থাকবেন। ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দেখতে যাবেন?
আনন্দ: আগের বার শহরে থাকার সময় ইডেনে দিন-রাতের টেস্ট দেখতে গিয়েছিলাম। সেটার গুরুত্ব অন্য রকম ছিল। এ বার অবশ্য কিছু ঠিক করিনি। দেখা যাক!

আরও পড়ুন: ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে আয়োজক পাকিস্তান

আরও পড়ুন: সচিনের বিশ্বকাপের সেরা একাদশে নেই কোনও ভারতীয়

Next Article