লন্ডন: যতই তাঁকে নিয়ে হইচই পড়ে যাক, যতই তিনি ভারতীয় খেলাধুলোর দিক বদলে দিন, যতই টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে সোনা নিয়ে আসুন, নীরজ চোপড়া (Neeraj Chopra) কিন্তু নিজের সাফল্যকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না। বরং তাঁর মনে হচ্ছে, এখনও সেরাটা দিতে পারেননি তিনি। টোকিওর জ্যাভলিন ইভেন্টে ৮৭.৫৮ মিটার বর্শা ছুড়ে সোনা পেয়েছিলেন। সেই নীরজেরই এখন লক্ষ্য ৯০ মিটার টপকানো। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস আর কমনওয়েলথ গেমস থেকে সোনা আনাটাই লক্ষ্য তাঁর। আর তার জন্য কঠোর পরিশ্রম করছেন আমেরিকার এক জনপ্রিয় অ্যাকাডেমিতে। ২৪ বছরের নীরজ আসলে একটা অলিম্পিকে থামতে চান না। একটা সোনায় শেষ করতে চান না যাত্রা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা আনা ভারতীয় মনে প্রাণে বিশ্বাস করেন, তিনি আগামী দিনে আরও সাফল্য দিতে পারবেন দেশকে।
নীরজ বলেছেন, ‘আমি সব সময় মনে করি, যা আমি করেছি, যা অর্ডন করেছি, তা আমার সেরা নয়। আমার তো মনে হয়, আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি। সারা দেশ আমার উপর ভরসা রেখেছে, এটাই সবচেয়ে পজিটিভ দিক। আর সেই কারণেই আমি ৯০ মিটার লক্ষ্যটা ছাপিয়ে যেতে চাই। আমার বিশ্বাস খুব দ্রুত সেটা পূরণ করতে পারব। এর জন্য় কোনও চাপ নেই আমার উপর। টেকনিকের উপর কাজ করছি। যাতে এ বছরই সেই লক্ষ্যটা ছুঁয়ে দেখতে পারি।’
নীরজের ব্যক্তিগত সেরা ৮৮-০৩ মিটার। ভারতীয় তারকা এ বছরের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। নীরজ বলছেন, ‘টোকিও গেমসে পাওয়া সোনাটা আমাকে আরও ভালো কিছু করার জন্য মোটিভেট করেছে। জুলাইয়ে বিশ্ব মিটে সোনা পাওয়াটা এই মুহূর্তে লক্ষ্য। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ডায়মন্ড লিগ ফাইনাল আছে। এই সমস্ত বড় টুর্নামেন্টগুলো থেকেও পদক আনতে চাই। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে এর আগেও সোনা পেয়েছি। সেটা ধরে রাখতে চাই। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামলেও ফাইনালে উঠতে পারিনি। সেই আক্ষেপটাও মেটাতে চাই।’
আরও পড়ুন: ISL 2021-22: রবিবার আইএসএলের ফাইনালে ১০০ শতাংশ দর্শক
আরও পড়ুন: IPL 2022: আইপিএল থেকে ছিটকে গেলেন আর এক ইংলিশ ক্রিকেটার
আরও পড়ুন: IPL 2022: ‘কেকেআর ওয়ালি হোলি’… টিম হোটেলে রঙের উৎসবে মাতলেন নাইটরা, দেখুন ছবি