US Open 2021: তৃতীয় রাউন্ডে এক নম্বর বার্টিকে হারিয়ে বড়সড় অঘটন শেলবির

ইউএস ওপেনের (US Open) তৃতীয় রাউন্ড (Third Round) থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর টেনিস (Tennis) তারকা অ্যাশলে বার্টি (Ashleigh Barty)।

US Open 2021: তৃতীয় রাউন্ডে এক নম্বর বার্টিকে হারিয়ে বড়সড় অঘটন শেলবির
US Open 2021: তৃতীয় রাউন্ডে এক নম্বর বার্টিকে হারিয়ে বড়সড় অঘটন শেলবির (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 9:27 AM

নিউ ইয়র্ক: ফ্লাশিং মিডোয় একের পর এক অঘটন ঘটেই চলেছে। আজ, রবিবার ইউএস ওপেনের (US Open) তৃতীয় রাউন্ড (Third Round) থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর টেনিস (Tennis) তারকা অ্যাশলে বার্টি (Ashleigh Barty)।

অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশ বার্টিকে ৬-২, ১-৬, ৭-৬ (৫) ব্যবধানে হারালেন বিশ্বের ৪৩ নম্বর টেনিস প্লেয়ার আমেরিকার শেলবি রজার্স (Shelby Rogers)। শুরুতে নিজের ছন্দ খুঁজে না পেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন বার্টি। কিন্তু ফের শেলবির লড়াইয়ের ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানে জিততে পারেননি বিশ্বের এক নম্বর।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে হারিয়ে একেবারে ঘোরের মধ্যে রয়েছেন শেলবি। ম্যাচের শেষে তিনি বলেন, “আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে গেছি। কোনওমতেই হাল ছাড়তে চাইনি।”

এর আগে ৫ বার বার্টির বিরুদ্ধে জিততে পারেননি শেলবি। ছ’বারের সাক্ষাৎে কাঙ্খিত জয় পেলেন মার্কিন টেনিস প্লেয়ার। তৃতীয় রাউন্ডের ম্যাচে নিজেকে বারবার শেলবি বলেছেন, “ম্যাচে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। ওর বিরুদ্ধে প্রতিবারই হেরেছি। এ বার হারলে চলবে না। তাই কিছু আলাদা চেষ্টা করতে হবে।” নিজেকে এই বলে উদ্বুদ্ধ করার পাশাপাশি সত্যিই শেলবি হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টিকে।

আরও পড়ুন: US Open: ওসাকাকে হারিয়ে অঘটন ১৮ বছরের লায়লার