PM Modi-Hockey Team: প্রধানমন্ত্রীর ফোন, ‘কাপ্তান সাহাব’ শুনেই সলজ্জ হাসি হরমনপ্রীতের
Paris Olympics 2024: হরমনপ্রীত ফোন পাস করেন শ্রীজেশের হাতে। প্রধানমন্ত্রী শ্রীজেশকে বলেন, 'ক্যায়সে হো ভাইয়া।' প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে চোখে-মুখে গর্ব শ্রীজেশের। বলেন, 'আমি ভালো আছি স্যার।' তাঁকে শুভেচ্ছা জানান মোদী। উঠে এল গ্রেট ব্রিটেন ম্যাচের প্রসঙ্গ। মোদীই শুরু করেন...।
টোকিওর পর প্যারিস। টানা দ্বিতীয় বার অলিম্পিকে ব্রোঞ্জ পদক ভারতীয় হকি দলের। এ দিন ব্রোঞ্জের ম্যাচে স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে অনবদ্য জয়। পদক জয়ের পরই নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন ভারতীয় হকি টিমের সঙ্গে। ‘কাপ্তান সাহাব,’ প্রধানমন্ত্রীর ফোন। শুরুতেই এই কথা শুনে মুখে গর্বের হাসি হরমনপ্রীত সিংয়ের। সতীর্থরাও হেসে উঠলেন। ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং যেন একটু লজ্জাও পেলেন। টানা দ্বিতীয় বার অলিম্পিকে ব্রোঞ্জ পদক। ভারতীয় ড্রেসিংরুমে বাঁধনহীন উচ্ছ্বাসে মেতেছিলেন শ্রীজেশ, হরমনপ্রীতরা। এর মাঝে প্রধানমন্ত্রীর ফোন তাঁদের আনন্দ কয়েকগুন বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীও ফোনের ওপার থেকে হাসছিলেন। হরমনপ্রীতদের সঙ্গে কথা শুরু করলেন টিমেরই একজন সদস্যর মতো। এরপরই হরমনপ্রীতকে বলেন, ‘আপনাকে এবং পুরো টিমকে আমার তরফে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেশের নাম উজ্জ্বল করেছেন।’
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘আপনার নেতৃত্ব এবং পুরো টিমের চেষ্টাতেই পদক এসেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, হকিতে আমাদের যে সোনালি অধ্যায় ছিল, তা আবারও আপনারা ফেরাতে চলেছেন।’ ক্যাপ্টেন হরমনপ্রীত দৃঢ়তার সঙ্গে জবাব দেন, ‘স্যার, আমরা সেই দিন ফিরিয়ে আনবই।’ হকিকে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের দ্য ওয়াল গোলকিপার পিআর শ্রীজেশ। তাঁর সঙ্গেও কথা বলতে ভুললেন না প্রধানমন্ত্রী। হরমনপ্রীতকে বলেন, ‘আমাদের শ্রীজেশজী তো অবসর ঘোষণা করে দিল। ও আছে আপনার সঙ্গে?’।
হরমনপ্রীত ফোন পাস করেন শ্রীজেশের হাতে। প্রধানমন্ত্রী শ্রীজেশকে বলেন, ‘ক্যায়সে হো ভাইয়া।’ প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে চোখে-মুখে গর্ব শ্রীজেশের। বলেন, ‘আমি ভালো আছি স্যার।’ তাঁকে শুভেচ্ছা জানান মোদী। উঠে এল গ্রেট ব্রিটেন ম্যাচের প্রসঙ্গ। মোদীই শুরু করেন, ‘কোয়ার্টার ফাইনালে ১০ জনেও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আপনারা যে জয়টা ছিনিয়ে নিয়েছিলেন, এই ম্যাচটা দেশের প্রত্যেকটা শিশুও মনে রাখবে। এটা দেশ এবং সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে। সেমিফাইনালে হারের পর টিমের আত্মবিশ্বাস কম হওয়াই স্বাভাবিক। তবে আপনারা যে ভাবে এত কম সময়ের মধ্যেও ঘুরে দাঁড়ালেন, অসাধারণ।’
দলে কারও চোট আঘাত, সকলেই সুস্থ আছেন কিনা, খোঁজ নিতে ভুললেন না প্রধানমন্ত্রী। শ্রীজেশ জানান, সকলেই ভালো রয়েছেন এবং তাঁর কথাই মন দিয়ে শুনছেন। পাশাপাশি বলেন, ‘সকলেই এখানে খুশি। সত্যি বলতে, সবাই আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম।’ টিমের সঙ্গে মোদীও বলেন, ‘ভারত মাতা কি জয়’।
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। তিনি লিখেছেন-চকে দে ইন্ডিয়া। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকের জন্য ভারতীয় হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই ঐতিহাসিক মুহূর্ত দেশের ১৪০কোটি মানুষ আজীবন মনে রাখবে। আপনাদের প্রচেষ্টা, পরিশ্রম ও দায়বদ্ধতাকে কুর্নিশ জানাই।
चक दे इंडिया! 🇮🇳
भारतीय हॉकी टीम को #ParisOlympics2024 में कांस्य पदक जीतने पर हार्दिक बधाई एवं शुभकामनाएं। इस ऐतिहासिक जीत को 140 करोड़ भारतीय सदैव याद रखेंगे।
आपकी लगन, मेहनत और प्रतिबद्धता को देश सलाम करता है! pic.twitter.com/47Gx6KqQWp
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) August 8, 2024