IPL 2025 Scenario: এক সপ্তাহের জন্য স্থগিত, আইপিএলের চলতি মরসুম কী হতে পারে?

Indian Premier League: এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হলে টুর্নামেন্ট শুরু করা যেতেই পারে। যদিও লিগ পর্বে এখনও ১৩টি ম্যাচ বাকি রয়েছে। সেগুলি দ্রুত শেষ করার ভাবনাও থাকবে। ফলে বাকি ম্যাচগুলি দ্রুত কমপ্লিট করার ক্ষেত্রে ডাবল হেডারের পথে যাওয়া হতে পারে।

IPL 2025 Scenario: এক সপ্তাহের জন্য স্থগিত, আইপিএলের চলতি মরসুম কী হতে পারে?
Image Credit source: BCCI

May 09, 2025 | 6:59 PM

ভারত-পাকিস্তান চূড়ান্ত উত্তেজনার আবহে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেশের নিরাপত্তার কারণে, একাধিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নানা পরিস্থিতি বিচার করে আইপিএল স্থগিতের পথেই হেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত এক সপ্তাহ হলেও পরিস্থিতির উপর নজর রাখা হবে। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বারের আইপিএল সম্পন্ন করার ব্যাপারে নানা চিত্র দেখা যেতে পারে।

এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হলে টুর্নামেন্ট শুরু করা যেতেই পারে। যদিও লিগ পর্বে এখনও ১৩টি ম্যাচ বাকি রয়েছে। সেগুলি দ্রুত শেষ করার ভাবনাও থাকবে। ফলে বাকি ম্যাচগুলি দ্রুত কমপ্লিট করার ক্ষেত্রে ডাবল হেডারের পথে যাওয়া হতে পারে।

আরও একটা বিষয় হতে পারে, নিরাপত্তার কথা ভেবে, নির্দিষ্ট সংখ্যক ভেনু বেছে নেওয়া হতে পারে বাকি ম্যাচগুলির জন্য। অর্থাৎ হোম-অ্যাওয়ে পদ্ধতিতে না গিয়ে কোনও দুটি-তিনটি ভেনুতে বাকি ম্যাচগুলি কমপ্লিট করা যেতে পারে। আরও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নিরাপত্তার কারণে স্টেডিয়ামে দর্শক সংখ্যাও সীমিত করে দেওয়া হতে পারে।

তবে নানা সম্ভাবনার মাঝে অন্য দেশে আইপিএলের বাকি ম্যাচগুলি করার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যেই আরব আমির শাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশের তরফে প্রস্তাব এসেছে, আইপিএলের বাকি ম্যাচগুলি যাতে সেখানে করা যায়। দেশের বাইরে এর আগেও আইপিএল হয়েছে। তবে দু-বারই ভিন্ন কারণ ছিল। এ বার সেই পথে হাঁটা হবে কি না, সেটাও প্রশ্নের বিষয়।

তেমনই মনে করা হচ্ছে, আইপিএল আপাতত পুরোপুরি স্থগিত করে নতুন কোনও উইন্ডোতে বাকি ম্যাচগুলো করা যেতে পারে। এতে অবশ্য টিমগুলো কিছুটা সমস্যায় পড়তে পারে। কারণ, একই সময় অন্য লিগ বা আন্তর্জাতিক সিরিজ থাকলে প্লেয়ারদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপাতত বলা যায়, ভারতীয় বোর্ড ধীরে চলো নীতিতেই চলার কথা ভাবছে। পরিস্থিতি বিচার করে সূচি ঘোষণার কথাও জানিয়েছে বোর্ড।