বেঞ্জেমার জোড়া গোলে রিয়ালের জয়
খারাপ সময় কাটিয়ে উঠছে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় টানা তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে জিনেদিন জিদানের দল।
মাদ্রিদ: লা লিগায় (La Liga) মঙ্গলবার অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লিগ শীর্ষে থাকা দলকে হারাতে সব থেকে বড় ভূমিকা নিলেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। জোড়া গোল করলেন তিনি। একটি গোল টনি ক্রুজের। ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে জিদানের দল।
ম্যাচে শেষে রিয়াল কোচ জিদান (Zinedine Zidane) বলেন, “শেষ ৩ ম্যাচে আমরা জিতেছি। এই ম্যাচটা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৩ পয়েন্ট নিতে পেরেছি। ম্যাচ শেষে আমি খুশি।”
?️? This is what #Zidane had to say following our win against @Athletic_en!#HalaMadrid pic.twitter.com/yZFZRWF7v6
— Real Madrid C.F. ???? (@realmadriden) December 16, 2020
ম্যাচের নায়ক করিম বেঞ্জেমা খেলা শেষে বলেন, “আমি মনে করি আমরা ভালো খেলেছি। ম্যাচটা খুব কঠিন ছিল। কারণ আমাদের প্রতিপক্ষ একটা ভালো দল। আমরা একসাথে ভালো খেলছি। ম্যাচ শেষে ৩ পয়েন্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ।”
?⚽️? @Benzema: “I think it’s very important to continue match in and match out, from final to final with three points.”#RealMadridAthletic | #HalaMadrid pic.twitter.com/WPxu3gLaM2
— Real Madrid C.F. ???? (@realmadriden) December 15, 2020
বর্তমানে দুরন্ত ফর্মে আছেন এই ফরাসি স্ট্রাইকার। কিন্তু এখনও জাতীয় দলে আর ডাক পান না তিনি। কোচের সঙ্গে মনোমালিন্যের জন্যই জাতীয় দলের জার্সিতে দেখা যায় না বেঞ্জেমাকে। সেটা নিয়ে মাঝামাঝেই আক্ষেপ ঝরে পরে বেঞ্জামার কথায়। ফুটবল মহলের মতে জাতীয় দলে আবার ডাক পাওয়া উচিত এই স্ট্রাইকারের।