Saina Nehwal on Jasprit Bumrah: আমার স্ম্যাশ সামলাতে পারবে না… বুমরাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন সাইনা নেহওয়াল
ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) গতি নিয়ে আলোচনার শেষ নেই। সেই তাঁকেই এ বার গতিতে টেক্কা দিতে পারেন বলে ওপেন চ্যালেঞ্জ দিলেন দেশের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)।

কলকাতা: বাইশ গজে গতির ঝড় তোলেন তিনি। বিশ্বমানের বোলার হিসেবে তাঁর পরিচিতি ছড়িয়েছে। কথা হচ্ছে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে। বুমরার গতি নিয়ে আলোচনার শেষ নেই। সেই তাঁকেই এ বার গতিতে টেক্কা দিতে পারেন বলে ওপেন চ্যালেঞ্জ দিলেন দেশের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ব্যাডমিন্টন কোর্টে তাঁর গতির মোকাবিলা করতে চাপে পড়বেন বুমরা। এমনটাই মনে করেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় শাটলার।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন হায়দরাবাদের মেয়ে সাইনা নেহওয়াল। সেখানে ক্রিকেটের সঙ্গে ব্যাডমিন্টনের তুলনা উঠলে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সাইনাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে সাইনা বলতে শোনা যায়, ‘আমাদের কাছে কতগুলো ব্যাডমিন্টন অ্যাকাডেমি রয়েছে? ক্রিকেটের কতগুলো রয়েছে?’
পডকাস্টের সঞ্চালক জানান, ক্রিকেটের অনেক অ্যাকাডেমি ভারতে রয়েছে। তাঁর কথার রেশ টেনে সাইনা বলেন, ‘আমি এটাই বলতে চাই যে, এমন আনলিমিটেড অ্যাকাডেমি প্রত্যেকটা খেলার জন্য যদি হয়ে যায়, সেরা সুবিধা যদি তাতে থাকে? তা হলে কেন প্লেয়ার তৈরি হবে না? আমরা খেলার জন্য বেতন পাই না। নিজে থেকে যা করেছি, তার জন্য এই জায়গায় পৌঁছেছি। ভারতে ক্রিকেটারদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। যেখানে বোঝা যায় তাঁদের ভালো মতো যত্ন নেওয়া হচ্ছে।’
কথা প্রসঙ্গে অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া সাইনা বলেন, ‘জসপ্রীত বুমরার সঙ্গে আমাকে কেন ক্রিকেট খেলতে হবে? বুমরা যদি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলে, হতে পারে আমার ৩০০ কিমি/ঘণ্টার স্ম্যাশের মোকাবিলা করতে পারবে না।’ অবশ্য এ কথা বলার পর সাইনাকে হালকা হাসতে দেখা যায় ভিডিয়োতে।
ভারতে ক্রিকেটে সুযোগ সুবিধা অনেক বেশি। সাইনার কথায়, ‘ক্রিকেটে সেরা ডাক্তার, সেরা ফিজিয়ো, সেরা ট্রেনার রয়েছে। ভারতীয় ক্রিকেটাররা তাঁদের সাহায্য পান। এই দেখুন না মহম্মদ সামিজিকে। ওনার চোট হয়েছিল। সার্জারি থেকে শুরু করে ওনার সবকিছুর খেয়াল রাখা হয়েছে। আমি তো কোথাও একটা পড়েছি যে, ঋষভ পন্থ দুর্ঘটনার পর ২ বছর খেলেনি। কিন্তু ওর যা প্রাপ্য তা পেয়েছে।’
