চোট সারিয়ে কোর্টে ফিরে জয় সাইনার
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই থাই মাসলের চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন সাইনা। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে টোকিও অলিম্পিকে যদি যোগ্যতা অর্জন করতে হয়, তা হলে তাঁকে নিজের র্যাঙ্কিং ভালো করতে হবে
প্যারিস: চোট সারিয়ে কোর্টে ফিরে জয় পেলেন সাইনা নেহওয়াল। অরলেন্স মাস্টার্সের প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে হারালেন আয়ার্ল্যান্ডের শাটলারকে। ছেলেদের সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত উঠলেন তৃতীয় রাউন্ডে।
আরও পড়ুন:জয় দিয়েই আই লিগ শেষ করতে চাইছে মহমেডান
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই থাই মাসলের চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন সাইনা। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে টোকিও অলিম্পিকে যদি যোগ্যতা অর্জন করতে হয়, তা হলে তাঁকে নিজের র্যাঙ্কিং ভালো করতে হবে। সেই কারণে এখন মরিয়া হয়ে কোর্টে নামছেন সাইনা। আয়ার্ল্যান্ডের র্যাচেল ড্যারাঘকে ২১-৯, ২১-৫ হারিয়েছেন তিনি। ভারতীয় শাটলার যে আবার ফর্মে ফিরছেন, এই ম্যাচই পরিষ্কার। যথেষ্ট আগ্রাসী খেলেছেন সাইনা।
আরও পড়ুন:কাঁধের চোটে আইপিএলের প্রথম দফায় নেই শ্রেয়স
টুর্নামেন্টের শীর্ষ বাছাই শ্রীকান্ত আবার হারালেন ভারতেরই অজয় জয়রামকে। শ্রীকান্ত বেশ ফর্মে আছেন। অজয়কে হারাতে মাত্র ২৫ মিনিট সময় লেগেছে তাঁর। গতকাল অবশ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা মার্ক কালজো-কে হারিয়ে চমকে দিয়েছেন ভারতের কিরণ জর্জ।