Sania Mirza: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় বার্তা ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার

Operation Sindoor: মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এই মিশনের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর। এই মিশন নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে ব্যখ্যা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভোমিকা সিং।

Sania Mirza: অপারেশন সিঁদুর নিয়ে বড় বার্তা ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার
Sania Mirza: 'অপারেশন সিঁদুর' নিয়ে বড় বার্তা ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার

May 10, 2025 | 1:17 PM

কলকাতা: সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ ২৫ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার যোগ্য জবাব দিয়েছে এ বার ভারত। ২২ এপ্রিল পহেলগাঁওতে হত্যালীলার পর প্রঘানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কাউকে রেয়াত করা হবে না। সঠিক সময়ে যোগ্য জবাব দেওয়া হবে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর। এই মিশন নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে ব্যখ্যা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভোমিকা সিং। সারা দেশে সোফিয়া ও ভোমিকাকে নিয়ে চর্চা চলছে। এর মাঝে দেশের প্রাক্তন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা (Sania Mirza) এ বার মুখ খুললেন ভারতের করা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে।

বুধবার সকালে ভারতের ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে দুই মহিলা অফিসার একাধিক তথ্য সংবাদমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। সেই মুহূর্তের ছবিটি ভারতের টেনিস কুইন সানিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেছেন।

এই ছবিটি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সানিয়া মির্জা। (ছবি-সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)

সাংবাদিক ফায়ে ডি’সুজার করা একটি পোস্ট সানিয়া নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে এই অপারেশন সিঁদুরের দুই অফিসার হেড সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভোমিকা সিং বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুই পাশে বসে রয়েছেন। সেই ছবির উপরে লেখা, “এই ছবিটা অত্যন্ত অর্থবহ, যা বুঝিয়ে দেয় আমরা কোন দেশি বাস করি।”

উল্লেখ্য পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিয়ে হয়েছিল। তবে সেই সম্পর্ক অনেকদিন তাঁরা ছিন্ন করেছেন। ২০১৮ সালে সানিয়া ও শোয়েবের একমাত্র ছেলে ইজহানের জন্ম। মা-বাবার বিচ্ছেদের পর ছোট্ট ইজহান মায়ের সঙ্গে থাকে।