AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saurav Ghosal: সোনা অধরাই রইল, টানা ৫ এশিয়ান গেমসে পদক পেয়ে রেকর্ড সৌরভ ঘোষালের

Asian Games 2023, Squash: হানঝাউতে চলতি এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে রুপো পেলেন ভারতীয় স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল। তাঁকে দেখে কেউ বলবে না তাঁর বয়স ৩৭ বছর। এই বয়সেও দাপট দেখিয়ে এই নিয়ে টানা ৫ এশিয়ান গেমস পদক পেলেন বাঙালি স্কোয়াশ প্লেয়ার সৌরভ।

Saurav Ghosal: সোনা অধরাই রইল, টানা ৫ এশিয়ান গেমসে পদক পেয়ে রেকর্ড সৌরভ ঘোষালের
Saurav Ghosal: সোনা অধরাই রইল, টানা ৫ এশিয়ান গেমসে পদক পেয়ে রেকর্ড সৌরভ ঘোষালেরImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 6:19 PM
Share

হানঝাউ: বয়সকে তুড়ি মেরে ম্যাচ জেতা যেন তিনি অভ্যাসে পরিণত করে নিয়েছেন। চল্লিশের কাছাকাছি পৌঁছে গিয়েও সৌরভ ঘোষাল নতুন করে চেনাচ্ছেন তাঁকে। সেই আগের মতোই তারুণ্যের ছাপ থাকছে তাঁর খেলায়। ৩৭-এও তিনি বিরাট ফিট। ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বাঙালি স্কোয়াশ (Squash) প্লেয়ার সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। টিম ইভেন্টে সোনা জিতলেও, ব্যক্তিগত বিভাগে অবশ্য এ বারের এশিয়ান গেমসে সৌরভের সোনালি স্বপ্নপূরণ হয়নি। পুরুষদের সিঙ্গলসে রুপোতেই থামতে হয়েছে তাঁকে। তাতেও অবশ্য এক রেকর্ড গড়েছেন তিনি। ৩৭ বছর বয়সে যে দাপট দেখিয়েছেন সৌরভ তা রীতিমতো প্রশংসনীয়। হানঝাউতে ব্যক্তিগত বিভাগে রুপো পেয়ে কোন রেকর্ড গড়লেন সৌরভ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মিন্টো পার্কের ছেলে সৌরভ পেশাদার স্কোয়াশ প্লেয়ার হয়েছিলেন বছর ২০ আগে। দেখতে দেখতে দুই দশক পার করার পরও সৌরভের বিরুদ্ধে তাঁর অপ্রতিদ্বন্দ্বীদের খেলতে যথেষ্ট বেগ পেতে হয়। এ বারের এশিয়ান গেমসে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইভেন্টে দুরন্ত পারফর্ম করে সোনা জিতেছিলেন সৌরভ ঘোষাল, অভয় সিং, মহেশ মানগাওকররা। এ বার সিঙ্গলসে সোনার কাছে পৌঁছেছিলেন সৌরভ, কিন্তু রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

দোহা এশিয়ান গেমসে প্রথম বার পারফর্ম করেছিলেন সৌরভ ঘোষাল। ২০০৬ সালে অভিষেক এশিয়াডে সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন সৌরভ। এরপর ধারাবাহিকভাবে পদক পেয়ে চলেছেন সৌরভ। ২০১০ সালে সিঙ্গলসে ফের ব্রোঞ্জ পেয়েছিলেন সৌরভ। জাকার্তাতেও সৌরভ ব্যক্তিগত বিভাগে পেয়েছিলেন ব্রোঞ্জ। এ বার তাঁর সামনে সোনার হাতছানি ছিল। কিন্তু রুপো পেলেন তিনি। এই নিয়ে টানা ৫ এশিয়ান গেমসে পদক পাওয়া প্রথম ভারতীয় প্লেয়ার হলেন সৌরভ। তাঁর আগে এই কীর্তি আর কেউ গড়েননি।

ভারতের সিনিয়র স্কোয়াশ প্লেয়ার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নেমেছিলেন মালয়েশিয়ার এইন ওউ এনজির বিরুদ্ধে। ১১-৯, ৯-১১, ৫-১১, ৭-১১ ব্যবধানে হেরেছেন সৌরভ। এই ম্যাচে সৌরভ হারলেও ভারতীয় স্কোয়াশ প্লেয়াররা মহাদেশীয় ইভেন্টে সেরা পারফর্ম করেছেন। এর আগে ২০১৪ সালে ইনচিওন গেমসে ভারতের স্কোয়াশ তারকাদের অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গিয়েছিল। ৯ বছর আগে ভারতীয় পুরুষ টিম সোনা জিতেছিল, এ ছাড়াও সেই এশিয়াড থেকে এসেছিল ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ। এ বারের এশিয়ান গেমসে ভারতে এসেছে জোড়া সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ।