বাসেল: সাইনা নেহওয়াল, পারুপল্লি কাশ্যপদের মতো তারকারা ছিটকে গিয়েছেন সুইস ওপেন (Swiss Open) থেকে। কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-অশ্বিনী পোনাপ্পা (Satwik-Ashwini) জুটি স্বপ্ন দেখাচ্ছেন। কোয়ার্টার ফাইনালে (quarterfinals) পা দিলেন এই তিন ভারতীয়।
আরও পড়ুন: অলিম্পিকের পদকের স্বপ্নেই কোর্টে ফিরেছেন সানিয়া
শেষ আটে পৌঁছনের পথে শ্রীকান্ত হারালেন ফ্রান্সের থমাস রক্সেলকে, ২১-১০, ১৪-২১, ২১-১৪ গেমে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার শ্রীকান্ত শুরু থেকেই ছন্দে ছিলেন। থমাস তাঁর বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি। এর আগে ২০১৫ সালে সুইস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত। শেষ আটে নেদারল্য়ান্ডসের মার্ক কালজোর বিরুদ্ধে খেলবেন তিনি।
আরও পড়ুন: আইপিএল-১৪র প্রস্তুতির জন্য চেন্নাইয়ে হাজির মাহি
সুইস ওপেনেও সেরা ছন্দে আছেন সাত্বিকসাইরাজ-অশ্বিনী জুটি। তাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তাঁরা। সুইস ওপেনের শেষ আটে উঠে পড়লেন সহজেই। ইন্দোনেশিয়ার রাইনভ রিভাল্ডি-পিথা হানিংটাসকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে আধঘণ্টার বেশি সময় লাগেনি ভারতীয় জুটির। ২১-১৮, ২১-১৬ জিতেছেন তাঁরা।
আরও পড়ুন: যুবরাজ ও গিবসের দলে নাম লেখালেন পোলার্ড
সুইস ওপেন থেকে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারবেন শাটলাররা। অল ইংল্যান্ডে ভালো খেললে সে সুযোগ থাকবে। সাইনার এখন যা ফর্ম, টোকিও অলিম্পিকে তাঁকে দেখতে পাওয়া যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।