ফেডেরারকে অভিনব সম্মান সুইৎজারল্যান্ডের

Apr 02, 2021 | 2:16 PM

৮ অগস্ট চল্লিশ বছরে পা দিচ্ছেন ফেডেরার (Roger Federer)। টেনিসের কিংবদন্তি চোট সারিয়ে কোর্টে ফিরেছেন।

ফেডেরারকে অভিনব সম্মান সুইৎজারল্যান্ডের
সৌজন্যে-রজার ফেডেরার টুইটার

Follow Us

বার্ন: বিশ্বের আর কোনও দেশ বোধহয় এমন অভিনব পদক্ষেপ নেওয়ার কথা আর কখনও ভাবেনি। যা রজার ফেডেরারের (Roger Federer) জন্য করতে চলেছে সুইৎজারল্যান্ড (Switzerland)! ওই দেশের স্বাধীনতা দিবস ১ অগস্ট। আর ফেডেরারের জন্মদিন ৮ অগস্ট। বিশ্বের অন্যতম সেরা টেনিস (Tennis) তারকাকে সম্মান জানাতে স্বাধীনতা দিবস এক সপ্তাহ পিছিয়ে দিচ্ছে সুইৎজারল্যান্ড। যাতে দেশের অন্যতম সেরা প্লেয়ারের জন্মদিনে সারা দেশ উৎসবে মাততে পারে।

 

 

৮ অগস্ট চল্লিশ বছরে পা দিচ্ছেন ফেডেরার। টেনিসের কিংবদন্তি চোট সারিয়ে কোর্টে ফিরেছেন। কিন্তু ম্যাচ ফিট না হওয়ার জন্য নিজের সেরা দিতে পারেননি। নিজেকে আবার সাফল্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রজার। তার আগেই তাঁর জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে ওই দেশের সরকার।

 

আরও পড়ুন: ফিরে দেখা ২০১১-র বিশ্বকাপ

এমনিতে ফেডেরারকে নিয়ে সুইৎজারল্যান্ডের গর্বের শেষ নেই। ২০০৭ সালে উইম্বলডন জেতার পর ফেডেরারের নামে স্ট্যাম্প বের করেছিল সজকার। ফেডেরারের নামে কয়েনও আছে। সম্প্রতি সুইৎজারল্যান্ড টুরিজমের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন ফেডেরার। কিন্তু এই উদ্যোগ আর সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন অবশ্য চল্লিশেও থেমে যেতে চাইছেন না। তিনি বরং লক্ষ্য করছেন টোকিও অলিম্পিককে। ২০টা গ্র‍্যান্ড স্লাম জেতা সুইস তারকা কেরিয়ারের শেষ পর্বে এসেও যেন খেতাবের স্বপ্নে একাকার।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সচিন

Next Article