থাইল্যান্ড ওপেনের শেষ চারে সাত্ত্বিক-অশ্বিনীরা

অবাছাই জুটি হিসেবে থাইল্যান্ড ওপেন খেলতে নেমেছিলেন সাত্ত্বিক-অশ্বিনীরা। কিন্তু শুরু থেকেই দারুণ ছন্দে আছেন দু'জন।

থাইল্যান্ড ওপেনের শেষ চারে সাত্ত্বিক-অশ্বিনীরা
সৌজন্যে-সাই মিডিয়া টুইটার
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 3:55 PM

ব্যাংকক: থাইল্যান্ড ওপেনের (Thailand Open) মিক্সড ডাবলসে (mixed doubles) শেষ চারে পৌঁছলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা। মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্রথম গেমে ১৮-২১ হেরে গিয়েছিলেন ভারতীয় জুটি। পরের গেমে ব্যাপক ভাবে ফিরে আসেন সাত্ত্বিক-অশ্বিনীরা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই পেং সুন চান-লিউ ইং গোহর বিরুদ্ধে ২৪-২২ জেতেন দ্বিতীয় গেমটা। শেষ গেমে ২২-২০তে জয়।

আরও পড়ুন: কিপার পন্থও উন্নতি করছে: ঋদ্ধিমান সাহা

অবাছাই জুটি হিসেবে থাইল্যান্ড ওপেন খেলতে নেমেছিলেন সাত্ত্বিক-অশ্বিনীরা। কিন্তু শুরু থেকেই দারুণ ছন্দে আছেন দু’জন। কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের কাছে ম্যাচের প্রথম গেমটা হারলেও নিজেদের উপর আস্থা হারাননি। বরং পাল্টা চাপ বাড়ান। তাতেই এল জয়।

আরও পড়ুন: টোকিও গেমস হবেই, বিতর্ক ওড়ালেন জাপানের প্রধানমন্ত্রী