AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিপার পন্থও উন্নতি করছে: ঋদ্ধিমান সাহা

টেস্ট সিরিজে পন্থকে দেখে মুগ্ধ ঋদ্ধিমান।

কিপার পন্থও উন্নতি করছে: ঋদ্ধিমান সাহা
কিপার পন্থও উন্নতি করছে: ঋদ্ধিমান সাহা
| Updated on: Jan 22, 2021 | 3:52 PM
Share

কলকাতা: শুধু ব্যাটসম্যান হিসেবে নন, কিপার ঋষভ পন্থও অনেক উন্নতি করেছেন। বক্তার নাম ঋদ্ধিমান সাহা। ভারতীয় টেস্ট টিমে জায়গা পেতে কিপার ঋদ্ধির সঙ্গে লড়াই পন্থের। অস্ট্রেলিয়া সফরেও তাই হয়েছে। অ্যাডিলেড টেস্টে টিমে ছিলেন না পন্থ। খেলেছিলেন ঋদ্ধি।

সেই তিনিই অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক সিরিজ জিতে কলকাতায় ফিরে বলে দিলেন, ‘কেউই ক্লাস ওয়ানে পড়ার সময় বীজগণিত শেখে না। ধাপে ধাপেই এগোতে হয়। পন্থ নিজের সেরাটা দিচ্ছে। ও যে আগের থেকে অনেক উন্নতি করেছে, তার প্রমাণও দিচ্ছে।’

তাঁর সঙ্গে লড়াই থাকলেও দু’জনের সম্পর্কে এর প্রভাব কখনও পড়ে না, বলছেন বাঙালি উইকেটকিপার। ঋদ্ধির কথায়, ‘যেই প্রথম একাদশে খেলুক না কেন, আমাদের মধ্যে সম্পর্ক ভালো। ওকে জিজ্ঞেস করলেও একই উত্তর পাবেন।’ যতই ব্যাটে রান থাকুক, ভারতীয় টিমে এক নম্বর কিপার হিসেবে বিবেচিত হন ঋদ্ধিই। তাতে অবশ্য আপত্তি আছে তাঁর বলছেন, ‘কে এক নম্বর, আর কে দু’নম্বর, আমি জানি না। যে ফর্মে থাকে, যে ভালো কিপিং করে, তাকেই খেলায় টিম ম্যানেজমেন্ট।’

আরও পড়ুন: থাইল্যান্ড ওপেনের শেষ চারে সাত্ত্বিক-অশ্বিনীরা

টেস্ট সিরিজে পন্থকে দেখে অবশ্য মুগ্ধ ঋদ্ধিমান। ‘টি-টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজে মাঠের বাইরে বসে থাকা সত্ত্বেও যে ভাবে ও নিজেকে মেলে ধরেছিল, সত্যিই ব্যতিক্রমী একটা ঘটনা। তবে ধোনির সঙ্গে ওর তুলনা করতে চাই না। প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় থাকে। ধোনি যেমন ধোনিই থাকবে, পন্থ তেমন পন্থ।’অ্যাডিলেডে দুই ইনিংসে ৯ আর ৪ করেছিলেন ঋদ্ধিমান। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। তার পর ২-১ সিরিজ জয়। ঋদ্ধির যুক্তি, ‘খারাপ সময়ের মধ্যে দিয়ে যে কেউ যেতে পারে। পেশাদার প্লেয়ারকে খারাপ আর ভালো, দুটো পরিস্থিতিকেই মেনে নিতে হয়। খারাপ হলে সমালোচনা চলবে। ভালো হলে প্রশংসা। এটাই তো স্বাভাবিক। আমি রান করতে পারিনি বলেই তো পন্থ সুযোগ পেয়েছিল। তবে আমি বরাবর নিজের স্কিলকে উন্নত করার চেষ্টা করি। সেটাই করে যাব।’

আরও পড়ুন:  টোকিও গেমস হবেই, বিতর্ক ওড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

নিজে না খেললেও ভারতের ২-১ সিরিজ জয় দারুণ উপভোগ করেছেন ঋদ্ধিমান সাহা। কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি। ‘আমি না খেললেও কিন্তু প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। চতুর্থ টেস্টে তো আমরা প্রথম একাদশ ঠিক করতে হিমশিম খাচ্ছিলাম। তার পরও ওই ভাবে ম্যাচ আর সিরিজ জয়। অবিশ্বাস্য পারফরম্যান্স। একটা দারুণ রিজার্ভ বেঞ্চ থাকার জন্যই এটা হয়েছে।’

আরও পড়ুন:   গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন

সামনে ইংল্যান্ড সিরিজ। ক’টা দিন বাড়িতে কাটিয়েই যোগ দেবেন টিমের সঙ্গে। রাহানে কেমন ক্যাপ্টেন? ঋদ্ধি বলেছেন, ‘ঠান্ডা মাথায় নিজের কাজটা শেষ করতে পারে। বিরাটের মতোই টিমের প্লেয়ারদের উপর আস্থা রাখে।’