গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন

আপনি কি এখনও ভার্চুয়ালি সেলিব্রেশনে যোগ দেননি? আর দেরি না করে সার্চ ইঞ্জিনে এখনই টাইপ করুন 'ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম' অথবা 'অস্ট্রেলিয়া ভার্সাস ইন্ডিয়া'।

গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন
গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন।
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 2:25 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের (India vs Australia) ঐতিহাসিক জয় ভার্চুয়ালি উদযাপন (virtual fireworks) করছে গুগল (Google)। সার্চ ইঞ্জিনে ‘ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম’ (India National Cricket Team) টাইপ করলেই তেরঙ্গা আতসবাজি দেখতে পাওয়া যাচ্ছে। গুগল ইন্ডিায়ার পক্ষ থেকে টুইট করে এই ব্যাপারটি জানানো হয়।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষ মনোবল বাড়িয়ে দিয়েছিল: সিরাজ

এ ছাড়াও ‘অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া’ (Aus vs Ind) টাইপ করলেও তেরঙ্গা আতসবাজি দেখতে পাওয়া যাচ্ছে। নেট নাগরিকরা গুগলের এই উদ্যোগ বেশ ভালোই উপভোগ করছে। ক্রিকেট প্রেমীরা গুগলের এই অভিনব উদ্যোগকে সাধুবাদও জানিয়েছে।

আরও পড়ুন:  ওগবেচেদের থামাতে ফাউলারের বাজি ডিফেন্স আর দেবজিৎ

virtual fireworks

                               গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন

ভারতীয় ক্রিকেট টিমকে সকলেই এই জয়ের জন্য অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন। গুগল সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেল্লাও অভিনন্দন জানাতে ভোলেননি।

আপনি কি এখনও ভার্চুয়ালি সেলিব্রেশনে যোগ দেননি? আর দেরি না করে সার্চ ইঞ্জিনে এখনই টাইপ করুন ‘ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম’ অথবা ‘অস্ট্রেলিয়া ভার্সাস ইন্ডিয়া’।

আরও পড়ুন: ৬৮ ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের