AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টোকিও গেমস হবেই, বিতর্ক ওড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

জাপান প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা জানিয়ে দিলেন, যে কোনও পরিস্থিতিতেই টোকিও অলিম্পিক আয়োজন করবে জাপান সরকার।

টোকিও গেমস হবেই, বিতর্ক ওড়ালেন জাপানের প্রধানমন্ত্রী
টোকিও গেমস হবেই, বিতর্ক ওড়ালেন জাপানের প্রধানমন্ত্রী। (সৌজন্যে-টুইটার)
| Updated on: Jan 22, 2021 | 2:54 PM
Share

টোকিও: ঘোষণা না হলেও টোকিও অলিম্পিক (Tokyo Olympics) বাতিল করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে জাপান সরকার। পরিবর্তে ২০৩২ সালে অলিম্পিক আয়োজন করার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে তারা। এই খবর ছড়াতেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। আর তারপরই আসরে নামতে হল জাপান প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগাকে। জানিয়ে দিলেন, যে কোনও পরিস্থিতিতেই টোকিও অলিম্পিক আয়োজন করবে জাপান সরকার।

বিতর্ক উড়িয়ে সুগা শুক্রবার সকালে বলেছেন, ‘আমি সুরক্ষিত টোকিও গেমস করার ব্যাপারে বদ্ধপরিকর। যাতে আমরা প্রমাণ করতে পারি, করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে উঠেছে মানবতা।’

আরও পড়ুন: অলিম্পিক দেখতে কড়া বিধিনিষেধ দর্শকদের

টোকিও গেমস বাতিল হওয়ার খবর চাউর হতেই এ নিয়ে তীব্র চাপে পড়ে যায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্রধানমন্ত্রী সুগা বিবৃতি দেওয়ার পরই তাদের তরফেও এক বিবৃতি পেশ করা হয়েছে। যাতে বলা হয়েছে, সুরক্ষিত গেমস আয়োজন করার জন্য মুখিয়ে রয়েছে আইওসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী সুগা যে টোকিও গেমস আয়োজন করার ব্যাপারে দায়বদ্ধ, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। করোনার মোকাবিলা করে গেমস আয়োজন করার জন্য জাপান সরকার শুরু থেকে নেতৃত্ব দিচ্ছে। আইওসিও তার সমস্ত পার্টনারের সঙ্গে গেমস আয়োজন করার ব্যাপারে এগিয়ে গিয়েছে অনেকটা। আমাদের বিশ্বাস, মানুষ আবার তার সাধারণ জীবনে দ্রুত ফিরতে পারবে। তাদের একটা সুরক্ষিত গেমস উপহার দিতে চাই আমরা।’

আরও পড়ুন: গুগলের তেরঙ্গা আতসবাজিতে ভারতের সিরিজ জয়ের সেলিব্রেশন