Cristiano Ronaldo: ধর্ষণের মামলা খারিজ, মার্কিন আদালত স্বস্তি দিল রোনাল্ডোকে
Cristiano Ronaldo Las Vegas Rape Case: ১৪ বছর আগে লাস ভেগাসের এক মডেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। ক্যাথরিন মায়োরগা নামের সেই মডেল দাবী করেছিলেন, মুখ বন্ধ রাখতে মোটা টাকা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও, ওই অভিযোগকারী মহিলার আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত।

লাস ভেগাস: ফের চর্চায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ১৪ বছর আগে লাস ভেগাসের (Las Vegas) এক মডেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তাঁর নাম ক্যাথরিন মায়োরগা। ওই মডেল দাবী করেছিলেন, ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ বন্ধ রাখতে তাঁকে মোটা টাকা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও, ওই অভিযোগকারী মহিলার আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লাস ভেগাসের ক্যাথরিন মায়োরগাকে গোপনীয়তা বজার রাখার শর্তে এক চুক্তিপত্রে সই করিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী, ২০২২ সালের জুনে লাস ভেগাসের ফেডেরাল আদালতের বিচারক ওই মামলা খারিজ করে দিয়েছিলেন। ক্যাথরিন মায়োরগার আইনজীবী নবম সার্কিট কোর্টে আবেদন করেন, ফেডেরাল আদালতের সেই রায় বাতিল করে দেওয়া হোত। একইসঙ্গে ২০১৮ সালে ক্যাথরিন মায়োরগা যে মামলা দায়ের করেছিলেন, তা যেন পুনরায় চালু করা হয়।
পর্তগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা অভিযোগকারীর আইনজীবী জানান, ২০১০ সালে অভিযোগকারী মহিলা রোনাল্ডোর থেকে গোপনীয়তা বজায় রেখে টানা নেওয়ার যে চুক্তিপত্র সই করেছিলেন, সেটি প্রকাশ্যে আসার পর এই আবেদন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের খারিজ করা উচিত হয়নি। সান ফ্রান্সিসকো আদালতের তিন বিচারকের বেঞ্চ ওই যুক্তি খারিজ করে দিয়েছে। উল্টে অভিযোগকারী মহিলার আইনজীবীকে ভিত্তিহীন আবেদনের জন্য ৩ লক্ষ ৩৪ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।





