AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympics 2024: ৬০ ছুঁই ছুঁই, বয়সকে তুড়ি মেরে প্যারিস অলিম্পিকে চমক দিতে তৈরি মারিও ডেসলোরিস

Paris 2024: গ্রেটেস্ট শো অন দ্য আর্থের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। যে কারণে মারিও ডেসলোরিস (Mario Deslauriers) এ বার লাইমলাইটে। প্যারিস অলিম্পিকে (Paris 2024 Olympics) তাঁকে অ্যাকশনে দেখা যাবে। আসন্ন অলিম্পিকে সবচেয়ে বয়স্ক অ্যাথলিট তিনি।

Paris Olympics 2024: ৬০ ছুঁই ছুঁই, বয়সকে তুড়ি মেরে প্যারিস অলিম্পিকে চমক দিতে তৈরি মারিও ডেসলোরিস
Paris 2024 Olympics: ৬০ ছুঁই ছুঁই, বয়সকে তুড়ি মেরে প্যারিস অলিম্পিকে চমক দিতে তৈরি মারিও ডেসলোরিস
| Updated on: Jul 21, 2024 | 9:29 PM
Share

কলকাতা: বয়স শুধু সংখ্যা মাত্র। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনীটা আরও একবার প্রয়োগ করা যায় মারিও ডেসলোরিসের জন্য। ভাবছেন নিশ্চয়ই তিনি কে? মারিও ডেসলোরিস হলেন একজন ইকুয়েস্ট্রিয়ান। হঠাৎ তাঁকে নিয়ে আলোচনা কেন? বিষয়টা পরিষ্কার করা যাক। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। যে কারণে মারিও ডেসলোরিস (Mario Deslauriers) এ বার লাইমলাইটে। প্যারিস অলিম্পিকে (Paris 2024 Olympics) তাঁকে অ্যাকশনে দেখা যাবে। আসন্ন অলিম্পিকে সবচেয়ে বয়স্ক অ্যাথলিট তিনি।

৬০ ছুঁই ছুঁই মারিও ডেসলোরিস এ বার প্যারিস অলিম্পিকে হইচই ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন। কানাডার ইকুয়েস্ট্রিয়ান মারিও ডেসলোরিস এর আগে ১৯৮৪ ও ১৯৮৮ সালের অলিম্পিকে পরপর দু’বার নেমেছিলেন। ৩৩ বছর পর আবার তাঁকে দেখা গিয়েছিল টোকিও অলিম্পিকে। এ বার মারিও থাকছেন প্যারিসেও। এখন তাঁর বয়স ৫৯। যখন মারিও ডেসলোরিসের বয়স ছিল ১৯, সেই সময় অলিম্পিকে অভিষেক হয়েছিল তাঁর। এরপর আরও কয়েক বার অলিম্পিকে নামলেও পদকের দেখা পাননি মারিও ডেসলোরিস। ৪০ বছর পর ফের অলিম্পিকে প্রথম পদকের লক্ষ্যে নামছেন কানাডার ‘তরুণ’।

এক ঝলকে দেখে নিন কানাডার ইকুয়েস্ট্রিয়ান মারিও ডেসলোরিস যে তিন বার অলিম্পিকে অংশ নিয়েছেন, তাতে কেমন পারফর্ম করেছেন—

  • লস অ্যাঞ্জেলিস ১৯৮৪ অলিম্পিক – কানাডা টিমের হয়ে ইকুয়েস্ট্রিয়ানে চতু্র্থ স্থান এবং ব্যক্তিগত বিভাগেও চতু্র্থ স্থান।
  • ১৯৮৮ সালের অলিম্পিক – কানাডা টিমের হয়ে ইকুয়েস্ট্রিয়ানে চতু্র্থ স্থান।
  • টোকিও অলিম্পিক ২০২০ – ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত বিভাগে ২২তম স্থান।