Airtel ইউজ়ারদের জন্য দারুণ সুখবর, ফ্রিতে Netflix সাবস্ক্রিপশন পাবেন সকলে
Airtel Prepaid Plan: আপনি ফ্রিতে দেখতে পাবেন, তাও আবার Netflix-এ। ভাবছেন তো কী করে? আসলে এই প্রথম এয়ারটেল তার প্রিপেইড প্ল্যানের সঙ্গে OTT অ্যাপ Netflix-এর সাবস্ক্রিপশন অফার করছে। এছাড়াও আপনি এই প্ল্যানে হাই স্পিড 5G ইন্টারনেট পেয়ে যাবেন।

ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ, এই সব কিছু আপনি ফ্রিতে দেখতে পাবেন, তাও আবার Netflix-এ। ভাবছেন তো কী করে? আসলে এই প্রথম এয়ারটেল তার প্রিপেইড প্ল্যানের সঙ্গে OTT অ্যাপ Netflix-এর সাবস্ক্রিপশন অফার করছে। এছাড়াও আপনি এই প্ল্যানে হাই স্পিড 5G ইন্টারনেট পেয়ে যাবেন। টেলিকম টকের (Telecom Talk) রিপোর্ট অনুসারে, কোম্পানি মোবাইল রিচার্জে এয়ারটেল ব্যবহারকারীদের 84 দিনের জন্য Netflix বেসিক সাবস্ক্রিপশন দিচ্ছে। যদিও সংস্থাটি এই বিষয়ে প্রকাশ্যে কোনও তথ্য শেয়ার করেনি, তবে এয়ারটেল তাদের ওয়েবসাইট এবং অ্যাপে এই নতুন প্ল্যানটি যুক্ত করেছে।
কত টাকা রিচার্জ করতে হবে?
Airtel 1,499 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এতে আপনি 84 দিনের জন্য প্রতিদিন 3GB হাই স্পিড 5G ইন্টারনেট, 100 SMS, আনলিমিটেড কলিং এবং Netflix Basic সাবস্ক্রিপশন পাবেন। ভারতে Netflix বেসিক সাবস্ক্রিপশনের দাম 199 টাকা। তবে এই প্রথম কোম্পানি একটি প্রিপেইড প্ল্যানে Netflix বেসিক সাবস্ক্রিপশন দিচ্ছে। যদিও অন্যান্য টেলিকম অপারেটরগুলি ইতিমধ্যে এটি করে আসছে। আপনি অন্য কোম্পানিতে এই সুবিধা পেয়ে যাবেন।
Jio-এর 1,499 টাকার প্ল্যান-
আপনি যদি Jio সিম কার্ড ব্যবহার করেন, তবে 1,499 টাকার প্ল্যানও রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে, কোম্পানি আপনাকে 84 দিনের জন্য Netflix Basic, Jio Cinema, Jio TV সহ প্রতিদিন 3GB ডেটা, 100 SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। আপনি যদি Jio-এর ওয়েলকাম অফার পেয়ে থাকেন, তবে আপনি আনলিমিটেড 5G ডেটা পাবেন।
Vi-এর প্ল্যান-
Vodafone Idea প্রতিদিন 3GB ডেটা সহ প্ল্যান অফার করে। কোম্পানি 359 টাকায় 28 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটা, 100 SMS এবং সীমাহীন কলিংয়ের সুবিধা অফার করে। তবে এতে আপনি কোনও OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন না। VI তার প্রিপেইড প্ল্যানে Binge All Night সুবিধা অফার করে। যেখানে আপনি রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত যতটা খুশি ডেটা ব্যবহার করতে পারবেন।
