AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel-এর নতুন প্ল্যানে বিরাট চমক, 3 মাস রোজ 2GB ডেটা, সঙ্গে Disney+ Hotstar ফ্রি

869 টাকার Airtel প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা মিলবে। 5G ডেটার অ্যাক্সেস পাবেন গ্রাহকরা। অন্যান্য প্ল্যানের মতোই রয়েছে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর অফার। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন, যা তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

Airtel-এর নতুন প্ল্যানে বিরাট চমক, 3 মাস রোজ 2GB ডেটা, সঙ্গে Disney+ Hotstar ফ্রি
দুর্দান্ত প্ল্যান নিয়ে এল Airtel।
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 3:08 PM
Share

দেশের অন্যতম নামজাদা টেলিকম সংস্থা Bharti Airtel একটি চমৎকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। নতুন এয়ারটেল প্ল্যানের খরচ একটু বেশি ঠিকই, তবে দুর্দান্ত কিছু অফার ব্যবহারকারীরা পেয়ে যাবেন। এই লেটেস্ট প্ল্যান রিচার্জ করতে ব্যবহারকারীদের 869 টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত, সংস্থার ঝুলিতে 839 টাকারও একটি প্ল্যান ছিল। সেই প্ল্যানের সব অফারগুলিই এখন 869 টাকার প্যাকে অফার করছে সংস্থাটি। সেই জায়গায় 839 টাকার প্ল্যানেএ কিছু কাটছাঁট করা হয়েছে এবং সেটি এক্কেবারে নতুন অফারে নতুন ভাবে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে। Airtel-এর 869 টাকা এবং 839 টাকার দুটি প্ল্যানেরই যাবতীয় অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Airtel 869 টাকার রিচার্জ প্ল্যান

869 টাকার এয়ারটেল প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা মিলবে। 5G ডেটার অ্যাক্সেস পাবেন গ্রাহকরা। অন্যান্য প্ল্যানের মতোই রয়েছে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর অফার। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন, যা তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। তাছাড়াও থাকছে রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন, অ্যাপোলো 24|7 সার্কল, ফ্রি হেলটিউনস এবং উইঙ্ক মিউজ়িকের সাবস্ক্রিপশন। প্ল্যানটি 84 দিন বা প্রায় তিন মাসের জন্য বৈধ। তবে, দৈনিক ডেটার কোটা শেষ করে ফেললে আপনার ইন্টারনেট স্পিড হয়ে যাবে 64 Kbps।

Airtel 839 টাকার রিচার্জ প্ল্যান

এবার আসা যাক এয়ারটেলের 839 টাকার রিচার্জ প্ল্যানে। আগের মতো এই প্ল্যানটিও রিচার্জ করলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন দৈনিক 2GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। এই প্ল্যানটিও 84 দিনের জন্যই বৈধ। অতিরিক্ত সুবিধার মধ্যে প্ল্যানটিতে রয়েছে, এয়ারটেল এক্সট্রিম প্লে, রিওয়ার্ড মিনি সাবস্ক্রিপশন, অ্যাপোলো 24|7 সার্কল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজ়িক। 839 টাকার Airtel প্ল্যানে গ্রাহকরা ট্রুলি 5G ডেটা উপভোগ করতে পারবেন।

দুটি Airtel প্ল্যানের ফারাক

এখন এই 869 টাকা এবং 839 টাকার Airtel প্ল্যানের প্রায় সব অফারই এক। কেবল 869 টাকার প্ল্যানটি যাঁরা রিচার্জ করবেন, তাঁরা তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।