Apple Event: কার্বন-মুক্ত পরিবেশ নিয়ে ঢ্যাঁড়া পেটানোই সার! অতিথিদের প্লাস্টিকে মোড়া কুকিজ় দিয়ে বিতর্কে Apple
Apple Wanderlust ইভেন্টে একটি বিজ্ঞাপনের মাধ্যমে Apple হাতেকলমে পরীক্ষা করে দেখিয়েছে, পরিবেশে আইফোন-সহ অন্যান্য অ্যাপল প্রোডাক্টের শূন্য কার্বন প্রভাব সম্পর্কে। কিন্তু সেই ইভেন্টে দেশ-বিদেশ থেকে যাঁরা হাজির হয়েছিলেন, তাঁদের Apple একটি প্লাস্টিকে মুড়ে কুকিজ় খেতে দিয়েছিল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

Plastic Wrapped Cookies: গত সপ্তাহে Apple বেশ কুপার্টিনো থেকে বেশ ঘটা করে তাদের ‘ওয়ান্ডারলাস্ট ইভেন্ট’ থেকে iPhone 15 সিরিজ় লঞ্চ করেছে। চার-চারটি ফোন, দুটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় টেকব্র্যান্ডটি। সেই বিগ ইভেন্টে একটি বিজ্ঞাপনের মাধ্যমে Apple হাতেকলমে পরীক্ষা করে দেখিয়েছে, পরিবেশে আইফোন-সহ অন্যান্য অ্যাপল প্রোডাক্টের শূন্য কার্বন প্রভাব সম্পর্কে। কিন্তু সেই ইভেন্টে দেশ-বিদেশ থেকে যাঁরা হাজির হয়েছিলেন, তাঁদের Apple একটি প্লাস্টিকে মুড়ে কুকিজ় খেতে দিয়েছিল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক দেখা দিয়েছে। নেটিজ়েনদের একাংশ দাবি করেছেন, ‘জ়িরো কার্বন প্রভাব নিয়ে এত প্রচার করার পর শেষে প্লাস্টিকে মোডা কুকিজ়!’
X ব্যবহারকারী নিকিয়াস মোলিনা একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতেই দেখা গিয়েছে, প্লাস্টিক-র্যাপ কুকিজ়। সেখানে লেখা হয়েছে, ‘ওয়েলকাম টু ক্যালিফর্নিয়া।’ ছবির ক্যাপশনে মোলিনা লিখছেন, “Apple সেই দিনের ইভেন্টে আমাদের কুকিজ় দিয়েছিল। সেগুলো খেতে খুবই ভাল ছিল।”
গত 17 সেপ্টেম্বর মোলিনা এই পোস্টটি করেছিলেন। তারপর থেকে একপ্রকার ঝড় উঠে গিয়েছে। এখনও পর্যন্ত 2.7 মিলিয়ন বার দেখা হয়েছে পোস্টটি। বহু মানুষ এই পোস্ট লাইক করেছেন, কমেন্টও করেছেন অনেকে। অনেকেই দাবি করেছেন, Apple-এর মতো একটা কোম্পানি পরিবেশগত প্রভাব নিয়ে এত প্রচার করার পরেও কীভাবে একটা প্লাস্টিক র্যাপ করা কুকিজ় অতিথিদের দিতে পারে।
নেটিজ়েনদের একজন মজা করে বলছেন, “এখনও পর্যন্ত সেরা কুকিজ়। ময়দা থেকে শুরু করে মাখন, ডিম সবকিছুই আমরা প্রাকৃতিক ভাবে ব্যবহার করতাম। এই প্লাস্টিকের মোড়কটি বোধহয় অবিক্রিত iPhone থেকে অবশিষ্ট রয়ে গিয়েছিল। এখন এই কুকিজ়ে কামড় দেওয়ার জন্যও আমরা অপেক্ষা করতে পারি না। 22 সেপ্টেম্বর থেকে আপনার নিকটস্থ বেকারিতে পাওয়া যাবে এই কুকিজ়!”
দ্বিতীয় একজন বললেন, “এটা হল iCookie। প্রি-বুকিং যাঁরা করেছিলেন, তাঁরা 22 সেপ্টেম্বর থেকেই এটি পেয়ে যাবেন। কিন্তু আমার বক্তব্য হল, এই ইভেন্টে সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্লাস্টিকে মোড়া এই কুকিজ় কীভাবে তাঁদের নজর এড়িয়ে গেল?” আর একজন যোগ করলেন, “এটা মনে হয়, মেড ইন কুপার্টিনো। হতে পারে, এটা বায়োডিগ্রেডেবল উপাদান দিয়ে তৈরি প্লাস্টিক।”
