মেয়েটির বাবা মাহিন্দ্রার ভক্ত। আর সেই মাহিন্দ্রার গাড়ি চড়ে বেশ ভালই লেগেছিল ১৫ বছরের সেই কন্যের। তবে সেই মেয়ের সবথেকে পছন্দের গাড়ি হল ট্রাক্টর – মাহিন্দ্রার ট্রাক্টর। আর সে ১৫ বছরে পদার্পণ করতেই বাবার উপহার, আস্ত একটা মাহিন্দ্রার গাড়ি। জন্মদিনে সেই মেয়ের গ্র্যান্ড এন্ট্রিই হল মাহিন্দ্রার ট্রাক্টর চালিয়ে।
তবে হ্যাঁ এই গাড়িটি যে তাকে কিনে দেওয়া হয়েছে, এমনটা নয়। তার জন্মদিনে একটু অন্য রকম সেলিব্রেশনের ছোঁয়া দিতেই এমনতর পরিকল্পনা করে মেয়ের বাবা। আর যেমন ভাবা তেমন কাজ। ব্রাজিলের মাহিন্দ্রা ডিস্ট্রিবিউটরই মেয়েটির বাড়িতে পৌঁছে দিল ছোট্ট একটি মাহিন্দ্রার ট্রাক্টর। উপলক্ষ্য একটাই। জন্মদিনে মেয়েটি এক বার ছোট্ট সেই মাহিন্দ্রা ট্রাক্টর চালিয়ে দেখবে।
টুইটারে এই সারপ্রাইজ় বার্থডে গিফ্ট-এর ভিডিয়ো শেয়ার করেছেন খোদ মাহিন্দ্রার কর্ণধার, আনন্দ মাহিন্দ্রা। টুইটারে তিনি লিখছেন, ‘আমাদের একজন ব্রাজিলিয়ান গ্রাহকের মেয়ে তার ১৫ বছর জন্মদিনের জন্য একটি অনন্য উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে (ব্রাজিলিয়ান সংস্কৃতিতে এটি একটি বড় মাইলস্টোন)। ট্রাক্ট তার খুবই পছন্দের এবং মাহিন্দ্রা ব্র্যান্ড তার অন্যতম প্রিয়। তাই আমাদের ডিস্ট্রিবিউটররা ছোট্ট এই ট্রাক্টরটি ধার হিসেবেই ১৫ বছরের মেয়েটিকে দিয়ে দেয়।’
The daughter of one of our Brazilian customers decided to have a unique celebration for her 15th Birthday (a big milestone in Brazilian culture). She likes Tractors and she loves the Mahindra brand! So our distributor lent the small tractor for the celebration. ?????? pic.twitter.com/pwpyrkttgs
— anand mahindra (@anandmahindra) November 25, 2021
লাতিন আমেরিকার সংস্কৃতি অনুযায়ী, কোনও মেয়ের ১৫ বছরের জন্মদিন উদযাপন একটি বড় মাইলফলক। জাঁকজমক পার্টির মধ্যে দিয়ে এই দিনটি চিহ্নিত করা হয়, যার পোশাকি নাম কুইন্সিনেরা (Quinceanera)। সে দেশের ঐতিহ্য অনুসারে এই ইভেন্ট সেলিব্রেট করা হয় মহা আড়ম্বরেই এবং পরবর্তী প্রজন্মের কাছেও এটি বড় মূল্য ধরে রাখে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে কয়েক মুহূর্তের মধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৮৭,০০০ বার দেখা হয়েছে এই ভিডিয়োটি। বৃহস্পতিবারই এই ভিডিয়োটি মাইক্রোব্লগিং সাইটে পোস্ট করেন আনন্দ মাহিন্দ্রা। তার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজার লাভ রিঅ্যাক্ট পড়েছে এই ভিডিয়োতে। সেই সঙ্গেই আবার প্রায় ২৮০ জন ইউজার এই ভিডিয়ো রিটুইট করেছেন। অর্থাৎ আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা ভিডিয়ো এই মুহূর্তে টক অফ দ্য টাউন।