Honda Unicorn 160-র নয়া মডেল এসে গেল, তাক লাগানো লুক, দুর্দান্ত ফিচার্স
নতুন Honda Unicorn 160 বাইকে আপডেটেড OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা বাইকটিতে এখন 10 বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে। Honda Unicorn হল প্রিমিয়াম 160cc কমিউটার মোটরসাইকেল।
Honda Unicorn-এর একটি নয়া মডেল হাজির হল ভারতে। সেই নতুন 2023 Honda Unicorn 160 মোটরসাইকেলটির দাম শুরু হচ্ছে 1.10 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। সামগ্রিক ভাবে বাইকের লুক ও ডিজ়াইনে তেমন কোনও পরিবর্তন করা হয়নি। তবে এখন এই নতুন Honda Unicorn 160 বাইকে আপডেটেড OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা বাইকটিতে এখন 10 বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে।
Honda Unicorn 160: ডিজ়াইন ও ফিচার্স
Honda Unicorn হল প্রিমিয়াম 160cc কমিউটার মোটরসাইকেল। ফিচার্সের দিক থেকে এই বাইকে রয়েছে ক্রোম এমবেলিশমেন্ট সহযোগে অ্যাঙ্গুলার হেডল্যাম্প, একটি মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক, লং সিঙ্গেল পিস সিট এবং ব্ল্যাকড্ আউট অ্যালয় হুইল। বাইকটির চারটি কালার স্কিমও দেওয়া হয়েছে: পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু। অতিরিক্ত ফিচার হিসেবে নতুন Unicorn 160-এ থাকছে থ্রি-পড অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
Honda Unicorn 160: ইঞ্জিন ও গিয়ারবক্স
পাওয়ারের জন্য 2023 Honda Unicorn 160 মোটরবাইকে রয়েছে একটি 162.7cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা এখন OBD2-কমপ্লায়েন্ট। বাইকের মোটরটি 7,500 RPM-এ 12.7 bhp চার্ন আউট করতে পারে এবং 5,500 RPM-এ 14 Nm পিক টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে। ব্রেকিং ডিউটির জন্য মোটরসাইকেলটির সামনে সিঙ্গেল চ্যানেল সহযোগে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনে রয়েছে একটি ড্রাম ইউনিট।
Honda Unicorn 160: কোম্পানি কী বলছে
Honda Unicorn-এর এই লেটেস্ট মডেল লঞ্চ করে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর তুতসুমু ওতানি বলছে, “দুই দশকেরও বেশি সময় ধরে ভারতের মোটরসাইকেল প্রেমীদের অন্যতম সেরা পছন্দ হয়ে গিয়েছে। নতুন করে এই বাইক লঞ্চ আসলে কাস্টমারদের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে। এখন বাইকটি কার্বন নিঃসরণের নিয়মগুলি পূরণ করে এবং সেই সঙ্গেই এটি শক্তি, দক্ষতা এবং স্বাচ্ছন্দ্যকে একত্রিত করছে। যে সব গ্রাহকরা ইউনিকর্নের প্রতি নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন এতদিন ধরে, তাঁদের আমরা কৃতজ্ঞতা জানাই।”