Suzuki Access 125-এর নজরকাড়া নতুন মডেল হাজির, 79400 টাকায় তাক লাগানো একাধিক ফিচার্স

2023 Suzuki Access 125 স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- স্ট্যান্ডার্ড, স্পেশ্যাল এবং কানেক্ট এডিশন। কাস্টমাররা কী পেইন্ট অপশন সিলেক্ট করছেন, তার উপরে নির্ভর করবে স্কুটারের দাম ও রং।

Suzuki Access 125-এর নজরকাড়া নতুন মডেল হাজির, 79400 টাকায় তাক লাগানো একাধিক ফিচার্স
এসে গেল নতুন সুজ়ুকি স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 11:16 PM

Suzuki মোটরসাইকেল ভারতে একটি দুর্দান্ত স্কুটার নিয়ে হাজির হল। সেই স্কুটার হল সংস্থার জনপ্রিয় Access 125-এর আপগ্রেডেড মডেল। OBD2-A এবং E20 কমপ্লায়েন্ট 2023 Suzuki Access 125 স্কুটারের দাম ভারতের বাজারে 79,400 (এক্স-শোরুম)। একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে এই স্কুটার, সেই অনুযায়ী দামও পরিবর্তিত হয়েছে। লেটেস্ট সুজ়ুকি অ্যাক্সেস 125 স্কুটারটি পেট্রল দ্বারা চালিত, তার সঙ্গে 20 শতাংশ পর্যন্ত ইথানল ব্লেন্ড করা যেতে পারে। এই নতুন স্কুটারের ইঞ্জিনের কী কী স্পেসিফিকেশন রয়েছে, বিভিন্ন ভ্যারিয়েন্টগুলির দাম কত, স্টাইলিং, কালার ইত্যাদি সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

2023 Suzuki Access 125: ইঞ্জিন স্পেসিফিকেশন

2023 Suzuki Access 125 স্কুটারে একাধিক হার্ডওয়্যার আপগ্রেড দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল অন-বোর্ড ডায়াগনস্টিক্স সিস্টেম (OBD2-A), যা OBD2-A এর সমস্ত নিয়ম মেনে দেশের রাস্তায় ছুটতে পারে। এই OBD2-A স্কুটারের সিস্টেমের ব্যর্থতা সনাক্ত করতে সাহায্য করে এবং গাড়ির সিস্টেমে কোনও ত্রুটি দেখা দিলে সে সম্পর্কে চালককে ইঙ্গিত দিতে কনসোল লাইটিগুলিও আলোকিত করে। স্কুটারের পাওয়ারের দিকটি নিশ্চিত করতে রয়েছে 124cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন, যা 8.5bhp 6,750rpm-এ এবং 10Nm পিক টর্ক চার্ন আউট করে 5,500rpm-এ।

2023 Suzuki Access 125: ভ্যারিয়েন্ট ও তাদের দাম

2023 Suzuki Access 125 স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- স্ট্যান্ডার্ড, স্পেশ্যাল এবং কানেক্ট এডিশন। কাস্টমাররা কী পেইন্ট অপশন সিলেক্ট করছেন, তার উপরে নির্ভর করবে স্কুটারের দাম ও রং। ভারতের বাজারে এই স্কুটারটি জোরদার টক্কর দিতে পারে Activa 125, TVS Jupiter 125 এবং Fascino 125-র সঙ্গে। নতুন সুজ়ুকি অ্যাক্সেসের বিভিন্ন ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে:-

স্ট্যান্ডার্ড এডিশন (ড্রাম) – 79,400 টাকা

স্ট্যান্ডার্ড এডিশন (ডিস্ক) – 83,100 টাকা

স্পেশ্যাল এডিশন (ডিস্ক) – 84,800 টাকা

রাইড কানেক্ট এডিশন (ডিস্ক) – 89,500 টাকা।

2023 Suzuki Access 125: স্টাইলিং ও কালার

লেটেস্ট সুজ়ুকি স্কুটারটিতে মূলত যে পরিবর্তনগুলি করা হয়েছে, সেগুলি হার্ডওয়্যারের দিক থেকে, যা দেশের নতুন এমিসন নিয়ম মেনে চলছে। ডিজ়াইন আগের মডেলের মতো প্রায় একই রয়েছে। নতুন Suzuki Access 125-এ আগের মতোই সিঙ্গেল-পড হেডলাইট, অ্যাপ্রন-মাউন্টেড ফ্রন্ট টার্ন ইন্ডিকেটর্স, কার্ভি বডি প্যানেল, সাইড-স্লাং এগসস্ট ও তার সঙ্গে হিট শিল্ড এবং একটি সিঙ্গেল-সিট পিলিয়ন গ্র্যাবরেইল দেওয়া হয়েছে। কালার অপশনের কথা যেমনটা আগেই বললাম, আপনি যেমন পেইন্ট স্কিম এবং ভ্যারিয়েন্ট বাছবেন, তার উপরে নির্ভর করবে স্কুটারের কালার মডেল।