AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Scooter: ভারতে আসছে মুম্বইয়ের সংস্থা eBikeGo- এর Rugged EV, কবে লঞ্চ হবে এই ই-স্কুটার?

ভারতের বিভিন্ন ধরনের রাস্তায় যাতে ভালভাবে এই ইলেকট্রিক স্কুটার চালানো যায় সেই কথা মাথায় রেখেই Rugged EV তৈরি করেছে মুম্বইয়ের eBikeGo সংস্থা।

Electric Scooter: ভারতে আসছে মুম্বইয়ের সংস্থা eBikeGo- এর Rugged EV, কবে লঞ্চ হবে এই ই-স্কুটার?
ভারতে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার।
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 12:42 PM
Share

গত ১৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে দু’টি ইলেকট্রিক স্কুটার। একটি নেদারল্যান্ডের সংস্থা ওলার ই-স্কুটার। অন্যটি বেঙ্গালুরুর স্টার্ট আপ সিম্পল এনার্জির ই-স্কুটার সিম্পল ওয়ান। এবার ভারতে নতুন ‘Rugged’ ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে মুম্বইয়ের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ ইবাইকগো (eBikeGo)। আগামী ২৫ অগস্ট থেকে এই ই-স্কুটারের সেল শুরু হতে চলেছে। eBikeGo সংস্থার দাবি তাদের আসন্ন Rugged EV ভবিষ্যতের অন্যতম শক্তিশালী এবং স্থায়ী ই-স্কুটার হতে চলেছে এই ইলেকট্রিক স্কুটার। এই ই-স্কুটারের অন্যান্য ফিচার লঞ্চের দিন ঘোষণা করা হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। সংস্থার তরফে জানানো হয়েছে প্রায় তিন বছর অপেক্ষার পর অবশেষে eBikeGo- এর শক্তিশালী এবং অ্যাফোর্ডেবল ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে।

eBikeGo সংস্থার আসন্ন ইলেকট্রিক ভেহিকেল (Rugged EV) সম্পূর্ণ ভাবে ভারতেই ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করা হয়েছে। International Centre for Automotive Technology (ICAT) এই ইলেকট্রিক ভেহিকেলের পরীক্ষা নিরীক্ষা করে তাকে অনুমোদনও দিয়েছে। eBikeGo সংস্থার সিইও ইরফান খান জানিয়েছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির একাধিক OEM পর্যবেক্ষণ করার পর গাড়ির ডিজাইন এবং ম্যানুফ্যাকচারের দায়িত্ব দিয়েছেন Boom Motors- এর হাতে। এই Boom Motors হল কানাডার সংস্থা। এদের যন্ত্রাংশে ভারতে নির্মাণ, ডিজাইব এবং ম্যানুফ্যাকচার করা হয়েছে eBikeGo সংস্থার আসন্ন ইলেকট্রিক ভেহিকেল।

eBikeGo সংস্থার Rugged EV- র দাম সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাই সাধারণ মানুষ এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে। লঞ্চের পর এই ই-স্কুটারে FAME II সাবসিডিও যুক্ত হবে। তার ফলে উন্নত ফিচার যুক্ত eBikeGo সংস্থার Rugged EV- র দাম আরও আকর্ষণীয় হবে বলে অনুমান করা হচ্ছে। ওলার ইলেকট্রিক স্কুটার এবং সিম্পল ওয়ান ই-স্কুটারের পর পরই eBikeGo সংস্থার Rugged EV লঞ্চ হতে চলেছে। তাই ডিজাইন এবং ফিচারে ওই দুই ইলেকট্রিক স্কুটারকে ভাল ভাবে পাল্লা দেওয়ার মতো ঝাঁ চকচকে হবে নতুন ই-স্কুটার, এমনটাই মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

ভারতের বিভিন্ন ধরনের রাস্তায় যাতে ভালভাবে এই ইলেকট্রিক স্কুটার চালানো যায় সেই কথা মাথায় রেখেই Rugged EV তৈরি করেছে মুম্বইয়ের eBikeGo সংস্থা। আর তাই মুম্বইয়ের এই সংস্থা বারবারই দাবি করেছে যে, ভারতের মোস্ট সাস্টেনেবল, স্মার্টেস্ট এবং রোবাস্ট ইলেকট্রিক মোটর স্কুটার Rugged লঞ্চ করতে চলেছে তারা। ভারতে ক্রমশ ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে। একাধিক সংস্থা তাদের ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে দেশে। ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই তাই মুম্বইয়ের ইলেকট্রিক ভেহিকেল স্টার্ট আপ eBikeGo সংস্থার Rugged EV লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন- 2021 Triumph Speed Twin: ভারতে আসছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন বাইক, কবে লঞ্চ?