Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Super Splendor Canvas Black: মধ্যবিত্তের সেরা পছন্দ সুপার স্প্লেন্ডার 125-এর একটি মিশকালো এডিশন লঞ্চ করল হিরো, কম দাম, নজরকাড়া লুক, বাম্পার ফিচার

Super Splendor 125CC: সুপার স্প্লেন্ডার বাইকটি ভারতে বহু দিন ধরেই সবথেকে বেশি পরিমাণে বিক্রি হওয়া বাইকগুলির একটি। এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন লঞ্চ হল। তার দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে দেখে নিন।

Super Splendor Canvas Black: মধ্যবিত্তের সেরা পছন্দ সুপার স্প্লেন্ডার 125-এর একটি মিশকালো এডিশন লঞ্চ করল হিরো, কম দাম, নজরকাড়া লুক, বাম্পার ফিচার
নতুন স্প্লেন্ডারের লুক নিয়ে জাস্ট কোনও কথা হবে না!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 9:40 PM

দেশের সর্ববৃহৎ দু-চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) জনপ্রিয় বাইক 125cc-র স্প্লেন্ডার-এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন নিয়ে হাজির হল। এই লেটেস্ট বাইকের নাম সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশন (Super Splendor Canvas Black Edition), যার দাম শুরু হচ্ছে 77,430 টাকা (এক্স-শোরুম) থেকে। মোট দুটি ট্রিমে এই বাইকটি লঞ্চ করা হয়েছে ভারতে। তাদের মধ্যে এক্কেবারে টপ-স্পেসিফিকেশনের মডেলটির দাম 81,330 টাকা (এক্স-শোরুম)। হিরো মোটোকর্পের তরফে দাবি করা হয়েছে মোটরসাইকেলটির এই লেটেস্ট ভার্সন আগের মডেলগুলির তুলনায় আরও পরিণত মাইলেজ অফার করবে, যা ঘোরাফেরা করবে 60 kmpl থেকে 68 kmpl-এর মধ্যে। মাইলেজের এই পরিণতি আগের তুলনায় অন্তত 13 শতাংশ বেশি।

প্রসঙ্গত, স্প্লেন্ডার রেঞ্জের মোটরসাইকেলগুলি বিগত বেশ কিছু বছর ধরে ভারতে সর্বাধিক বিক্রিত মোটরবাইকের মধ্যে। এই নতুন ক্যানভাস ব্ল্যাক এডিশনটি সেই জনপ্রিয়তা ধরে রাখতেই একবারে টপ রেঞ্জে নিয়ে আসা হয়েছে। হিরো মোটোকর্পের চিফ গ্রোথ অফিসার রনজিভিৎ সিং বলছেন, “ক্যানভাস ব্ল্যাক এডিশনের এই নতুন হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি কাস্টমারের চাহিদাকে একবারে নতুন পর্যায়ে নিয়ে যেতে চলেছে স্বস্তির সব দিক খেয়াল রেখে এবং দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে। আমাদের ব্র্যান্ডের প্রতিশ্রুতি এই নতুন বাইকটি যে সব দিক থেকে মেটাতে চলেছে, সেই দিক থেকেও আমি এক প্রকার নিশ্চিত।”

নাম থেকেই পরিষ্কার হিরো সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশনটি সম্পূর্ণ ব্ল্যাকড-আউট প্রোফাইলে হাজির হয়েছে, যাতে এমনই ক্রোম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে,যা গ্রাহকদের পুরোদস্তুর রিফ্রেশিং লুক দিতে চলেছে। এই মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, USB চার্জার।

125cc-র এই বাইকে রয়েছে এয়ার কুলড 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশনটি 10.7 BHP পাওয়ার দিতে পারে 7500 RPM-এ এবং সর্বাধিক 10.6 Nm টর্ক দিতে পারে 6000 RPM-এ। রয়েছে একটি অ্যাডভান্সড প্রোগ্রামড্ ফুয়েল ইঞ্জেকশন (FI) সিস্টেম, ওয়েট মাল্টি প্লেট ক্লাচ এবং অল-নিউ 5-স্পিড গিয়ারবক্স, যা পরিণত রাইডিং অভিজ্ঞতা দিতে পারবে হাইওয়েতে ব্যাপক ট্রাফিকের সময়।

সুপার স্প্লেন্ডার 125-এর নতুন ভ্যারিয়েন্টটি BS6 কমপ্লায়েন্ট, যাতে 124.7cc সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে 5-স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টি প্লেট ক্লাচ অফার করে এটি, যেমনটা আমরা আগেই বললাম।