Keeway SR125 কমিউটার বাইকল লঞ্চ হল ভারতে, দুর্দান্ত লুক, দাম মাত্র 1.19 লাখ টাকা

Keeway SR125 সংস্থার কমিউটার বাইক লাইনআপে সবথেকে সস্তার মোটরসাইকেল, যার দাম 1.19 লাখ টাকা (এক্স-শোরুম)। মোট তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে নতুন বাইকটি: সাদা, কালো এবং লাল।

Keeway SR125 কমিউটার বাইকল লঞ্চ হল ভারতে, দুর্দান্ত লুক, দাম মাত্র 1.19 লাখ টাকা
দেশে ফের সস্তার একটি কমিউটার বাইক নিয়ে এল Keeway।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 4:05 PM

Keeway SR125 Launched: ভারতের বাজারে ফের একটি নতুন বাইক লঞ্চ করল Keeway। কোম্পানির সেই লেটেস্ট বাইকের নাম Keeway SR125। সংস্থার লাইনআপে আপাতত এটিই সবথেকে সস্তার মোটরসাইকেল, যার দাম 1.19 লাখ টাকা (এক্স-শোরুম)। মোট তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে নতুন বাইকটি: সাদা, কালো এবং লাল। এই মুহূর্তে Keeway SR125 কমিউটার বাইকটির কোনও প্রতিদ্বন্দ্বী নেই ভারতে।

Keeway SR125: কীরকম দেখতে

ডিজ়াইনের দিক থেকে Keeway SR125 বাইকটি স্ক্র্যাম্বলার বাইকের মতোই দেখতে। ব্লক প্যাটার্ন টায়ার্স, রিবড্ সিট, ছোট রাউন্ড হেডলাইট এবং রেট্রো ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। পাশাপাশি স্পোকড রিমস, রাউন্ড টেললাইট, টার্ন ইন্ডিকেটর্স এবং রেট্রো চার্মও দেওয়া হয়েছে বাইকটিতে।

Keeway SR125: ফিচার্স

ফিচার্সের দিক থেকে এই Keeway SR125 বাইকে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, LED ডেটাইম রানিং লাইটস, সাইড স্ট্যান্ড, ইন্টিগ্রেট ইঞ্জিন সুইচ, কম্বাইনড ব্রেক সিস্টেম এবং হ্যাজ়ার্ড ওয়ার্নিং সুইচ।

Keeway SR125: বেসিক কী কী ব্যবহৃত হয়েছে

Keeway SR125 বাইকের সাসপেনশন ফাংশন হ্যান্ডেল করার জন্য রয়েছে টেলিস্কোপিক ফর্ক, যাতে 12mm ট্রাভেল রয়েছে। রিয়ার সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং ও তার সঙ্গে রয়েছে একটি অয়েল শক অ্যাবসর্বার এবং 29mm ট্রাভেল। 5-স্টেপ অ্যাডজাস্টমেন্টও দেওয়া হয়েছে। ব্রেকিং ফাংশনের দায়িত্বভার সামলাতে বাইকটির সামনে রয়েছে 300mm ডিস্ক এবং পিছনে রয়েছে 210mm ডিস্ক। এছাড়া ফ্রন্ট ও রিয়ারে 17 ইঞ্চির Keeway স্পোকড হুইলস রয়েছে। বাইকটির টায়ার সাইজ় 110/70 এবং 130/70।

Keeway SR125: স্পেসিফিকেশন

লেটেস্ট মোটরবাইকটিতে একটি 125cc এয়ার-কুলড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন ব্যবহার করছে Keeway। বাইকটি 9,000 rpm রেটে 9.7 hp সর্বাধিক পাওয়ার প্রোডিউস করে এবং 7,500 rpm-এ 8.2 Nm সর্বাধিক টর্ক সম্পাদন করে। এটি পেয়ার করা রয়েছে 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে, যা রিয়ার হুইলে পাওয়ার পাঠাতে চেইন ড্রাইভ ব্যবহার করছে।