Mahindra Atom EV: তিন লাখি ইলেকট্রিক গাড়ি অ্যাটম নিয়ে আসছে মাহিন্দ্রা, আকারে ছোট হলেও বৈশিষ্ট্যে পরমাণু বোমা!
Most Affordable EV: এবার বাজারে নতুন ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল নিয়ে আসছে মাহিন্দ্রা। গাড়িটির নাম Mahindra Atom। তার সম্ভাব্য দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নিন।

দেশে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicle) জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। এক দিকে পেট্রল ডিজ়েলের মাত্রাতিরিক্ত দাম, আর একদিকে বাঁধভাঙা দূষণ, দুয়ে মিলিয়ে দেশবাসীকে ইলেকট্রিক গতিশীলতার দিকে অগ্রসর হতে একপ্রকার বাধ্য করছে। টাটা বা হুন্ডাই-এর মতো নামজাদা সংস্থা তো রয়েইছে, সেই সঙ্গে একাধিক স্টার্ট-আপ সংস্থাও ভারতে ইলেকট্রিক বাইক ও চারচাকা গাড়ি প্রস্তুত করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের ইলেকট্রিক গতিশীলতার এই নব দিগন্তের উন্মোচন যদি কেউ করে থাকে, তাহলে তা মাহিন্দ্রা। অনেক আগেই তারা দেশের মার্কেটে মাহিন্দ্রা ইলেকট্রিক (Mahindra Electric) ব্র্যান্ডিংয়ে একাধিক তিন-চাকার ইভি নিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছে, মাহিন্দ্রা ট্রিও অটো, জ়োর ডেলিভারি ভ্যান, ট্রিও টিপার ভ্যারিয়েন্ট, ই-আলফা মিনি টিপার ইত্যাদি। বৈদ্যুতিক থ্রি-হুইলার বা তিন-চাকার গাড়ির সেগমেন্টে সংস্থাটির 73.4 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে, যে কারণে এই বিভাগে তারাই প্রথম স্থানে। এবার খুব কম দামের একটি চার-চাকার ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে মাহিন্দ্রা ইলেকট্রিক, যার নাম অ্যাটম (Mahindra Atom)।
মাহিন্দ্রা অ্যাটম: নতুনত্ব কী?
মাহিন্দ্রা অ্যাটম বিদ্যুচ্চালিত গাড়িটি মোট চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে – K1, K2, K3 এবং K4। এদের মধ্যে প্রথম দুটিতে থাকছে 7.4kWh ব্যাটারি প্যাক এবং পরের দুটিতে আর একটু বড় 11.1kWh ব্যাটারি প্যাক। এদের মধ্যে কেবল মাত্র K2 এবং K4 এই দুটি মডেলেই থাকছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই কোয়াড্রিসাইকেলের পিক পাওয়ার আউটপুট 11hp। মাত্রার পরিপ্রেক্ষিতে মাহিন্দ্রা অ্যাটম গাড়িটির দৈর্ঘ্য 2,728 মিমি, প্রস্থ 1,452 মিমি, উচ্চতা 1,576 মিমি এবং 1,885 মিমি একটি হুইলবেস রয়েছে। গাড়িটির সাইজ় অনেকটাই পেট্রল এবং সিএনজি পাওয়ার্ড বাজাজ কিউটের মতো, যা এর মূল প্রতিযোগী।
দেশের প্রথম ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল
এই গাড়িটিতে থাকছে দুটি দরজা, চারটি সিট, যা মূলত ফার্স্ট ও লাস্ট মাইল কানেক্টিভিটির জন্যই নিয়ে আসা হচ্ছে। মাহিন্দ্রার তরফে বলা হয়েছে, এটিই ভারতের প্রথম অল-ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল। মোনোকোকিউ চ্যাসিসের উপরে ভিত্তি করে এই আসন্ন অ্যাটম গাড়িটিতে বক্সি এবং আপরাইট ডিজ়াইন দেওয়া হয়েছে। বেশ বড় গ্লাসহাউস থাকছে এই ইভিতে, যার মাধ্যমে অন্দরমহলের স্পেস সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে।
গাড়ির ভিতরে সামনে থাকছে ড্রাইভারের জন্য একটি মাত্র সিট এবং পিছনে তিন জনের বসার জায়গা। একটা কোয়াড্রিসাইকেলের দিক থেকে মাহিন্দ্রা অ্যাটম গাড়িটির হাই-স্পেক ভ্যারিয়েন্টে থাকছে এয়ার-কন্ডিশনিং, একটি মোবাইল ডকিং স্টেশন এবং 4G কানেক্টিভিটি। দেওয়া হচ্ছে একটি রিয়ার এন্টারটেইমেন্ট স্ক্রিনও, যা গাড়ির পিছনের সিটে বসে যাত্রীরা চাক্ষুষ করতে পারবেন।
তিন লাখি ইলেকট্রিক গাড়ি
শুধু লুক এবং বৈশিষ্ট্য নয়। সবথেকে বড় বিষয়টি হল, মাহিন্দ্রা অ্যাটম গাড়িটির দাম হতে পারে 3 লাখ টাকা। এখন থেকে অনুমান করা ঠিক না হলেও সংশ্লিষ্ট মহলে কান পাতলে ঠিক এমনটাই শোনা যাচ্ছে। গাড়িটির টপ-স্পিড হতে চলেছে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং একবার চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র 5 ঘণ্টা। গাড়িটির রেঞ্জও বিরাট – একবার চার্জে 120 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে মাহিন্দ্রা অ্যাটম।
