উৎসবের মরসুমে Maruti Suzuki-র Alto K10 গাড়িতে 25,000 টাকা ছাড়

উৎসবের মরসুমে এই Alto K10 গাড়িতেই ব্যাপক ছাড় দিচ্ছে Maruti Suzuki। এই গাড়িটিতে উৎসব উপলক্ষ্যে 25,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। অন্য দিকে আবার Alto 800cc হ্যাচব্যাকেও 29,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি সুজ়ুকি।

উৎসবের মরসুমে Maruti Suzuki-র Alto K10 গাড়িতে 25,000 টাকা ছাড়
মারুতি সুজ়ুকির ki Alto K10 গাড়িতে ব্যাপক ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 2:58 PM

প্রায় এক মাস হতে চলল Maruti Suzuki ভারতে তার তৃতীয় প্রজন্মের Alto K10 গাড়িটি লঞ্চ করেছে। আপাতত, এটিই দেশের সবথেকে সস্তার হ্যাচব্যাক। এখন উৎসবের মরসুমে এই Alto K10 গাড়িতেই ব্যাপক ছাড় দিচ্ছে Maruti Suzuki। এই গাড়িটিতে উৎসব উপলক্ষ্যে 25,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। অন্য দিকে আবার Alto 800cc হ্যাচব্যাকেও 29,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি সুজ়ুকি। তাই, যাঁরা এখন সস্তার গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্য সেরা অপশন হতে পারে মারুতি সুজ়ুকির সদ্য লঞ্চ হওয়া সস্তার এই Alto K10।

চলতি বছরের 18 অগস্ট Maruti Suzuki Alto K10 গাড়িটি ভারতে লঞ্চ হয়। অল্টোর তৃতীয় প্রজন্মের মডেল এটি, যা প্রথম 2011 সালে ভারতে ডেবিউ করেছিল। Alto K10 গাড়িটির দাম 3.99 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে 5.48 লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। বেসিক মডেলটির দাম 3.99 লাখ টাকা, আবার টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম 5.48 লাখ টাকা। অন্যদিকে Alto 800cc গাড়িটির দাম 3.39 লাখ টাকা (এক্স-শোরুম)।

Alto K10 গাড়িটি ইক্যুইপ করা রয়েছে কে-সিরিজ় 1.0 লিটারের ডুয়াল জেট, ডুয়াল VVT পেট্রল ইঞ্জিনের সঙ্গে। গাড়িটি সর্বাধিক 66.62PS পাওয়ার এবং 89NM সর্বাধিক টর্ক দিতে পারে। মারুতির তরফ থেকে বলা হচ্ছে, নতুন প্রজন্মের Alto K10 আগের মডেলগুলির তুলনায় আরও পরিণত মাইলেজ দিতে পারবে। সংস্থা দাবি করছে, অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির ফুয়েল এফিশিয়েন্সি 24.90 kmpl, যেখানে ম্যানুয়াল ভ্যারিয়েন্টটি 24.39 kmpl ফুয়েল এফিশিয়েন্সি অফার করছে।

পাশাপাশি নতুন Alto K10 গাড়িতে একাধিক অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়েছে। এখন এই গাড়িতে রয়েছে 7 ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা S-Presso, Celerio এবং Wagon-R থেকে নেওয়া হয়েছে। গাড়িটি অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ইউএসবি ব্লুটুথ এবং AUX কেবেল সাপোর্ট করবে। গাড়িটির স্টিয়ারিং হুইলও এক্কেবারে নতুন করা হয়েছে, যাতে ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য রয়েছে মাউন্টেড কন্ট্রোলস।

Alto K10 গাড়িটির সেফটি ফিচার্সও আগের থেকে এনহ্যান্স করা হয়েছে। গাড়িটিতে এখন ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন সহযোগে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং অটো ডোর লক, হাই স্পিড অ্যালার্ট, প্রি-টেনশনার এবং ফ্রন্ট সিট বেল্টের জন্য ফোর্স লিমিটও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Maruti Suzuki Alto K10 গাড়ির মোট ছয়টি এক্সটিরিয়ার কালার অপশন রয়েছে। স্পিডি ব্লু, আর্থ গোল্ড, সিজ়লিং রেড, সিল্কি হোয়াইট, সলিড হোয়াইট এবং গ্রানাইট গ্রে ইত্যাদি একাধিক এক্সটিরিয়ার কালার অপশনে উপলব্ধ এই গাড়ি।