লঞ্চের দুই সপ্তাহের মধ্যে ঝড় তুলল Ola-র নতুন ই-স্কুটার, হুড়মুড়িয়ে বুকিং হল 75,000 ইউনিট

নতুন Ola ইলেকট্রিক স্কুটার তিনটি হল Gen2 S1 Pro এবং S1 X ও S1 X+। লঞ্চের প্রায় সপ্তাহ দুয়েকের মধ্যে বড় কাণ্ড ঘটাল ওলা ইলেকট্রিকের এই নতুন দুই স্কুটার। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই তিনটি স্কুটার 75,000 এরও বেশি বুকিং পেয়ে গিয়েছে।

লঞ্চের দুই সপ্তাহের মধ্যে ঝড় তুলল Ola-র নতুন ই-স্কুটার, হুড়মুড়িয়ে বুকিং হল 75,000 ইউনিট
ঝড় তুলল ওলার নতুন ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 4:23 PM

Ola Electric তার S1 সিরিজ়টিকে সম্প্রতি নতুন করে সাজিয়েছে। লঞ্চ করা হয়েছে S1 সিরিজ়ের নতুন ইলেকট্রিক স্কুটার। নতুন Ola ইলেকট্রিক স্কুটার তিনটি হল Gen2 S1 Pro এবং S1 X ও S1 X+। লঞ্চের প্রায় সপ্তাহ দুয়েকের মধ্যে বড় কাণ্ড ঘটাল ওলা ইলেকট্রিকের এই নতুন দুই স্কুটার। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই তিনটি স্কুটার 75,000 এরও বেশি বুকিং পেয়ে গিয়েছে।

এখন এই Gen2 S1 Pro এবং S1 X এই দুই ইলেকট্রিক স্কুটার যোগ হওয়ার ফলে Ola S1 রেঞ্জের স্কুটারের দাম 90,000 টাকা থেকে 1 লাখ 47 হাজার টাকার মধ্যে চলে এল। যদিও কোন স্কুটারের কতগুলি মডেল বুকিং হয়েছে, সেই ব্রেকডাউন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি ওলা ইলেকট্রিক। এদের মধ্যে Ola S1 X ইলেকট্রিক স্কুটারের দাম 90,000 টাকা (এক্স-শোরুম)। তিনটি ভিন্ন ভার্সনে অফার করা হবে ভ্যারিয়েন্টটি। স্ট্যান্ডার্ড S1 X ভার্সনটি গ্রাহকরা কিনতে পারবেন 2 kWh বা 3 kWh ব্যাটারি প্যাক সহযোগে।

S1 X+ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে একটি 3 kWh ব্যাটারি প্যাক। প্রাথমিক ভাবে অফারে এই ইলেকট্রিক স্কুটারটি বিক্রি করা হচ্ছে 1 লাখ টাকায়। তার থেকে আর একটু বেশি দামে ওলার এই ই-স্কুটার লাইনআপে রয়েছে S1 Air, যার দাম 1.20 লাখ টাকা। অন্য দিকে যে Gen2 S1 Pro লঞ্চ করা হয়েছে, তার দাম 1.47 লাখ টাকা। এই প্রত্যেকটি মডেলের দামই দিল্লিতে এক্স-শোরুমের।

HT Auto-র কাছে ওলা ইলেকট্রিকের এক মুখপাত্র দাবি করেছেন, “আমাদের নতুন S1 লাইনআপ যে প্রতিক্রিয়া পেয়েছে তাতে আমরা রোমাঞ্চিত। ইলেকট্রিফিকেশনে দেশকে নেতৃত্বস্থানীয় জায়গায় নিয়ে যেতে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। S1 Pro, S1 X পোর্টফোলিও এবং আমাদের সম্প্রতি লঞ্চ হওয়া S1 Air সহ আমাদের স্কুটারগুলির রিফ্রেশড লাইনআপ চলে আসার ফলে এখল আর ICE পণ্য কেনার কোনও কারণ নেই।”

আপনি যদি Ola S1 X ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করেন, তাহলে প্রতি মাসে 2,600 টাকা বাঁচাতে পারবেন এবং প্রতি বছরে এভাবে 30,000 টাকা সাশ্রয় হবে আপনার। অন্য দিকে S1 Air ভ্যারিয়েন্টটি যদি আপনি ক্রয় করেন, তাহলে প্রতি মাসে 1,900 টাকা পেট্রলের খরচ বাঁচিয়ে বছর শেষে 23,000 টাকা সাশ্রয় করতে পারবেন। Ola S1 Pro স্কুটারটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা মাসে 1,100 টাকা এবং বছরে 13,000 টাকা সাশ্রয় করতে পারবেন।